Shares 2

গিয়ারএক্স বাংলাদেশ - ডিস্ট্রিবিউটর অফ বিলমলা এন্ড কেওয়াইটি হেলমেটস

Last updated on 19-Aug-2025 , By Ashik Mahmud Bangla

গিয়ারএক্স বাংলাদেশ বাংলাদেশে বিলমলা ও কেওয়াইটি হেলমেট এর একমাত্র  অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। তারা এই দুটো ব্র্যান্ডের হেলমেটের সাথে সাথে মানসম্পন্ন মোটরসাইকেল রাইডিং গিয়ার ও এ্যাক্সেসরিজও বাজারজাত করছে। আর তাই গিয়ারএক্স বাংলাদেশে অন্যতম একটি নির্ভরযোগ্য মোটরসাইকেল গিয়ার ও এ্যাক্সেসরিজ ডিস্ট্রিবিউটর। তো চলুন তাদের প্রডাক্ট ও সার্ভিস সম্পর্কে আরো কিছু জানা যাক।

গিয়ারএক্স-বাংলাদেশ-ডিস্ট্রিবিউটর-অফ-বিলমলা-এন্ড কেওয়াইটি-হেলমেটস

Also Read: কেওয়াইটি বাইক নিউজ বাংলাদেশ

ডিস্ট্রিবিউটর অফ বিলমলা এন্ড কেওয়াইটি হেলমেটস - গিয়ারএক্স বাংলাদেশ

গিয়ারএক্স বাংলাদেশ ২০১৭ সালের মোটামুটি শেষভাগ থেকে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে। প্রথম থেকেই তারা বেশ ভালো মানের রাইডিং গিয়ার ও মোটরসাইকেল এ্যাক্সেসরিজ বাজারজাত করে আসছে। আর এখন তাদের ডিলারের সাথে সাথে নিজস্ব ডিসপ্লে-হাউজও রয়েছে।

গিয়ারএক্স মানসম্পন্ন গিয়ার ও এ্যাক্সেসরিজগুলো বেশ প্রতিযোগীতামূলক মূল্যেই বাজারজাত করে থাকে। আর এর ফলে মোটরসাইক্লিস্টরা সহজেই তাদের বাজেট, চাহিদা ও পছন্দের সাথে মিলিয়ে তাদের গিয়ার খুজে নিতে পারে।

বিলমলা হেলমেটস ইন বাংলাদেশ

গিয়ারএক্স বাংলাদেশ বর্তমানে বাংলাদেশে বিলমলা হেলমেটের একমাত্র পরিবেশক। তারা বিভিন্ন ক্যাটাগরীর বিলমলা হেলমেট শুরু থেকেই বাজারে নিয়ে এসেছে। তাদের হোলসেলের পাশাপাশি রিটেইল সেলের ব্যবস্থাও রয়েছে। আর তাদের পন্যের মুল্যও সবার জন্যে বেশ সহনশীল মাত্রায় রাখা হয়েছে।

এছাড়াও গিয়ারএক্স বিলমলা হেলমেটের বিভিন্ন কিট ও এ্যাক্সেসরিজ যেমন ভাইজর, প্যাডিং, ব্রাকেট প্রভৃতি নিয়ে আসে। সেইসাথে তারা সময়ে সময়ে হেলমেট কেয়ার ও মেইনটেন্যান্স সার্ভিস ক্যাম্পেইনও করে থাকে। সুতরাং গিয়ারএক্স থেকেই আপনি পেতে পারেন বিলমলা হেলেমেটের সম্পূর্ণ কেয়ার, মেইনটেন্যান্স, ও এ্যাক্সেসরিজ রিপ্লেসমেন্ট সার্ভিস।

কেওয়াইটি হেলমেটস ইন বাংলাদেশ

গিয়ারএক্স বাংলাদেশ এবছরে বাংলাদেশে ইতালির কেওয়াইটি হেলমেট নিয়ে এসেছে। গত ঢাকা মোটর শো ২০১৯ তে প্রদর্শনীর মাধ্যমে তারা কেওয়াইটি হেলমেটের ডিসট্রিবিউশন কার্যক্রম শুরু করে। আর এখন তারা প্রোমোশনাল প্রাইসে ইতালির এই ব্র্যান্ডটির হেলমেট কেনার সুযোগ দিচ্ছে।

কেওয়াইটি হেলমেট গুলো গিয়ারএক্স এখন তাদের রিটেইল আউটলেট থেকে বিক্রি করছে। আর এছাড়াও তারা এই হেলমেটের বিভিন্ন কিট ও এ্যাক্সেসরিজ যেমন ভাইজর, প্যাডিং, ব্রাকেট প্রভৃতিও আনছে। আর সেইসাথে কেওয়াইটি গ্রাহকদের জন্যে তাদের হেলেমেটের সম্পূর্ণ কেয়ার, মেইনটেন্যান্স, ও এ্যাক্সেসরিজ রিপ্লেসমেন্ট সার্ভিসও থাকবে।

গিয়ারএক্স বাংলাদেশ – মোটরসাইকেল রাইডিং গিয়ার ও এ্যাক্সেসরিজ

গিয়ারএক্স বাংলাদেশ তাদের রিটেই্ল আউটলেটে বিভিন্ন ধরনের রাইডিং গিয়ার ও মোটরসাইকেল এ্যাক্সেসরিজ রিটেইল সেল করে থাকে। আর তাদের প্রডাক্টগুলো রিটেইল কাষ্টমারদেরও বেশ সহনীয় মূল্যে দেয়া হয়। আর আউটলেট থেকেই তারা লিমিটেড ওয়ারেন্টি, সার্ভিস, অথবা রিপ্লেসমেন্ট পেতে পারেন।

গিয়ার ও এ্যাক্সেসরিজ ছাড়াও গিয়ারএক্স ডেডিকেটেড আউটলেটে সীমিত সংখ্যায় ইম্পোর্টেড মোটরসাইকেল সেল করে থাকে। তারা ফরেন মার্কেট থেকে বিভিন্ন নিউ-রিলিজড মোটরসাইকেল সংগ্রহ করে। আর ইন্ডিভিজুয়্যাল-ইম্পোর্ট এর মাধ্যমে সেসব লেটেষ্ট মডেলের বাইক বাংলাদেশের বাজারে এনে সেল করে।

তো, সবমিলিয়ে বলা যায় বাংলাদেশে গিয়ারএক্স বাংলাদেশ একটি ডেডিকেটেড মোটরসাইকেল গিয়ার ও এ্যাক্সেসরিজ ডিস্ট্রিবিউটর। রিটেইলার বা সাধারন খুচরা কাষ্টমার, যেই হোকনা কেন তারা কাষ্টমারদের বেশ প্রতিযোগীতামূলক সার্ভিসই দিয়ে থাকে। আর বাইকারদেরকে তারা সবসময়েই অত্যন্ত আন্তরিকতাপূর্ণ সার্ভিস দিতে সচেষ্ট।

Published by Ashik Mahmud Bangla

Latest Bikes

Honda Grom 2019

Honda Grom 2019

Price: 0

Honda Grom 50

Honda Grom 50

Price: 0

Honda Gyro

Honda Gyro

Price: 0

View all Sports Bikes

Upcoming Bikes

Sunra K3

Sunra K3

Price: 0

KTM RC 250

KTM RC 250

Price: 0

ZEEHO AE6

ZEEHO AE6

Price: 0

View all Upcoming Bikes