Shares 2

কেটিএম বাংলাদেশ ক্যাশব্যাক অফার অক্টোবর ২০২৪ - সর্বোচ্চ ৭৩,০০০ টাকা ডিস্কাউন্ট

Last updated on 09-Oct-2024 , By Raihan Opu Bangla

পৃথিবীর বিখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড হচ্ছে কেটিএম মোটরসাইকেল। বাংলাদেশেও কেটিএম অনেক জনপ্রিয় একটি ব্র্যান্ড। সম্প্রতি কেটিএম তাদের মোটরসাইকেল গুলোতে দিচ্ছে সর্বোচ্চ ক্যাশব্যাক অফার। 

কেটিএম বাংলাদেশ ক্যাশব্যাক অফার অক্টোবর ২০২৪

কেটিএম ডিউক ১২৫ ইউরো ভার্সন

বর্তমানে বাংলাদেশে কেটিএম এর তিনটি মডেল পাওয়া যাচ্ছে। যেখানে দুটি ভার্সন হচ্ছে নেকেড স্পোর্টস সেগমেন্টের একটি হচ্ছে KTM Duke 125 EU অপরটি হচ্ছে KTM Duke 125 ইন্ডিয়ান ভার্সন। তবে কেটিএম এর সবচেয়ে আকর্ষণীয় মোটরসাইকেল হচ্ছে KTM RC 125, যা স্পোর্টস সেগমেন্টের জনপ্রিয় একটি মোটরসাইকেল। 

কেটিএম তাদের ইন্ডিয়ান ভার্সন KTM Duke 125 বাইটিতে দিচ্ছে ৭৩,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার। KTM Duke 125 EU ভার্সনের ক্ষেত্রে দেয়া হচ্ছে ৫৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার। 

স্পোর্টস সেগমেন্টের সবচেয়ে পরিচিত মডেল হচ্ছে KTM RC 125। বাইকটি স্পোর্টস সেগমেন্টের অন্যতম স্টাইলিশ স্পোর্টস মোটরসাইকেল। এই মডেলটিতে দেয়া হচ্ছে ৬৩,০০০ টাকার ক্যাশব্যাক।

কেটিএম আরসি ১২৫ দাম

অফারটি খুব সীমিত সময়ের জন্য দেয়া হচ্ছে। তাই অফারটি পেতে এবং বিস্তারিত জানতে আপনার কাছাকাছি কেটিএম মোটরসাইকেল শোরুম এ যোগাযোগ করুন। 

মোটরসাইকেল রাইডিং টিপস, সাম্প্রতিক খবর, মোটরসাইকেল ব্র্যান্ড, দাম সহ সকল কিছু জান এ আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ। 

Published by Raihan Opu Bangla