Shares 2

ওয়েদার মাল্টি পারপস হেলমেট ক্যারি ব্যাকপ্যাক - ফিচার্স

Last updated on 17-Nov-2024 , By Raihan Opu Bangla

প্রতিদিন বাইকারদের একটা অন্যতম বড় সমস্যার সম্মুখীন হতে হয়, সেটা হচ্ছে হেলমেট বহন। হেলমেট আমাদের রাইডিং এর জন্য প্রধান ও গুরুত্বপূর্ণ গিয়ার হওয়ার কারনে আমাদের সবাইকেই হেলমেট সাথে রাখতে হয়।

Wayther Helmet Carry Backpack

কিন্তু বিপত্তি টা বাধে বাইক পার্কিং করার পরে হয় আমাদের হেলমেট টি হাতে করে নিয়ে ঘুরতে হয়, নাছাড়া এক প্রকার নিরাপত্তাহীন ভাবে বাইকের সাথে হেলমেট ঝুলিয়ে রেখে যেতে হয়। এতে যেমন প্রায়ই হেলমেট চুরির ঘটনা শোনা যায়, অপরদিকে একটি ভারি সার্টিফাইড হেলমেট হাতে নিয়ে দীর্ঘসময় ঘুরে বেড়ানোটাও কিন্তু কষ্টকর। 

এই সমস্যার সমাধানে Wayther নিয়ে এসেছে ওয়েদার মাল্টি পারপস হেলমেট ক্যারি ব্যাকপ্যাক। শুধু হেলমেট ই নয়, এই ব্যাকপ্যাক এ আপনার প্রয়োজনীয় সকল জিনিস ও বহন করতে পারবেন খুবই সহজে। 

সম্পূর্ণ বাংলাদেশে তৈরী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্র্যান্ড Wayther নিয়ে নতুন করে বলার কিছু নেই। আমরা সবাই Wayther এবং তাদের প্রোডাক্ট এর কোয়ালিটি সম্পর্কে কম বেশি জানি। চলুন দেখা যাক তাদের এই মাল্টিপারপাস হেলমেট ক্যারি ব্যাকপ্যাকটি কেমন- 

১০০% এক্সপোর্ট ফেব্রিক দিয়ে তৈরি এই ব্যাকপ্যাকের কোয়ালিটি বেশ টেকসই, সাথে আকর্ষনীয় ডিজাইন এর কারনে এটি বিভিন্ন আউটডোর এক্টিভিটির জন্য আদর্শ। রাইডিং, বাইকিং বা হাইকিংয়ের সময় যথেষ্ট এরোডাইনামিক ফিট হয়।

To Know More About Wayther Bags Click Here

ব্যাকপ্যাকটি পিঠে নিয়ে রাইড করার জন্য বেশ কম্ফোর্টেবল এবং প্রায় ২৫ লিটার ওজন ধারণক্ষমতায় প্রয়োজনীয় সকল জিনিসের সাথে আলাদাভাবে হেলমেট সহজে যে কোনো স্থানে নিয়ে যাওয়ার জন্য বিশেষ ভাবে ডিজাইন করা হয়েছে। ইউনিসেক্স ডিজাইন হওয়াতে নারী ও পুরুষ উভয়েই এটি ব্যবহার করতে পারেন।

এই ব্যাকপ্যাকটি দুটি স্টোরেজ কম্পার্টমেন্ট সহ আসে, যেখানে জিপার ক্লোজার এবং ইজি অ্যাক্সেস পকেট রয়েছে। প্রশস্ত এবং প্যাডেড মেইন কম্পার্টমেন্টটি ল্যাপটপ, রাইডিং জ্যাকেট, প্যান্ট বা বুট রাখার জন্য উপযুক্ত এবং ব্যাগের উপরের দিক থেকে সহজে প্রয়োজনীয় আইটেমগুলো দ্রুত লোড এবং আনলোড করার সুযোগ দেয়।

মজবুত মোলি স্টাইল লুপগুলো অতিরিক্ত হালকা গিয়ার ব্যাগে দড়ি বা ক্যারাবিনারের সাহায্যে বেঁধে রাখার জন্য উপযোগী। ব্যাকপ্যাকগুলো ফুলফেস হেলমেট বা হাফ হেলমেট বহন করতে সক্ষম, যা টেকসই ওয়েব হোল্ডার দ্বারা তৈরি করা হয়েছে। সেফ ল্যাশিং সিস্টেম হেলমেটের পাশাপাশি ফুটবল বা বাস্কেটবল বাইক রাইডিং ছাড়াও ক্যাম্পাসে, প্র্যাক্টিসে বা খেলার মাঠে নিয়ে যাওয়ার জন্যও উপযুক্ত।

এই চমৎকার ব্যাকপ্যাকটির মূল্য মাত্র ২২৫০ টাকা। আরো বিস্তারিত জানতে এখনই ভিজিট করুন Wayther এর ফেসবুক পেজ ও ওয়েবসাইট এ। 

 

 

Published by Raihan Opu Bangla