Shares 2
এসিআই মোটরস লিমিটেড এবং ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ এর ৮ম বর্ষপূর্তি
Last updated on 13-Nov-2024 , By Raihan Opu Bangla
সম্প্রতি ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ এবং এসিআই মোটরস লিমিটেড একত্রে তাদের ৮ বছর পার করেছে। ইয়ামাহা এবং এসিআই মোটরস এর জন্য এই যাত্রা ছিল অনেক দারূণ। টিম বাইকবিডি এর পক্ষ থেকে ইয়ামাহা এবং এসিআই মোটরস কে জানাচ্ছি ৮ বছরের শুভেচ্ছা ও অভিনন্দন।
এসিআই মোটরস এবং ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ এর ৮ম বর্ষপূর্তি
এই ৮ বছরে এসিআই মোটরস এবং ইয়ামাহা বাংলাদেশ একত্রে এক যোগে অনেক কিছু অর্জন করেছে। সেক্ষেত্রে বলতে হয় যে বাইক কার্নিভাল, গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড থেকে শুরু করে, বাইকিং কমিউনিট তৈরি করা, সামাজিক কর্মকান্ডে অবদান রাখাসহ সব জায়গাতেই তারা তাদের ছাপ রেখেছে।
২০১৬ সালে তাদের যাত্রা শুরু হয়, যদিও এই যাত্রা পথ সহজ ছিল এমন বলা যায় না। তবু ইয়ামাহা এবং এসিআই এই পথ পাড়ি দিয়েছে দৃঢ়তার সাথে। তারা সব সময় গতানুগতিক ধারার বাইরে যেয়ে বাইকারদের কথা চিন্তা করেছে।
Also Read: Motorcycle Price In Bangladesh
ইয়ামাহা এবং এসিআই মোটরস সব সময় বাংলাদেশী বাইকারদের জন্য নতুন কিছু নিয়ে হাজির হয়েছে। তা হতে পারে নতুন মোটরসাইকেল মডেল, আধুনিক প্রযুক্তি, সহ অনেক নতুন কিছু নিয়ে বাইকারদের কাছে উপস্থাপন করে থাকে।
এসিআই মোটরস লিমিটেড কে ধন্যবাদ, যে তারা ইয়ামাহা মোটরসাইকেল কে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছে। বাংলাদেশের বাইকারদের মাঝে ইয়ামাহা একটি জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড। এর জন্য এসিআই মোটরস এর এসিআই মোটরস এর টিম, কাস্টোমার সার্ভিস, আফটার সেলস সার্ভিস, থেকে শুরু করে তাদের নেটওয়ার্ক অনেক বেশি কাজ করেছে।
৮ বছর একটি লম্বা সময়, এসিআই মোটরস লিমিটেড এবং ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ এর এই যাত্রা অব্যাহত থাকুক। আমরা চাই এসিআই মোটরস এবং ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশের বাইকারদের জন্য আর নতুন কিছু নিয়ে আসুক। বাংলাদেশের বাইকিং ইন্ডাস্ট্রিকে আরও সমৃদ্ধ করবে। ধন্যবাদ।
T
Published by Raihan Opu Bangla