Shares 2
এডনক ভয়েজার ইঞ্জিন ওয়েল স্ক্যানে নিশ্চিত উপহার অফার
Last updated on 12-Jul-2025 , By Raihan Opu Bangla
বাংলাদেশে অনেক গুলো ইঞ্জিন ওয়েল ব্র্যান্ড রয়েছে, এদের মধ্যে জনপ্রিয় ব্রান্ড হচ্ছে এডনক ভয়েজার ইঞ্জিন ওয়েল। সম্প্রতি এডনক ভয়েজার ইঞ্জিন ওয়েল তাদের কাস্টমারদের জন্য দারূণ এক অফার।

এডনক ভয়েজার ইঞ্জিন ওয়েল স্ক্যানে নিশ্চিত উপহার
এবার এডনক ইঞ্জিন ওয়েল ক্রয়ে থাকছে নিশ্চিত উপহার। কাস্টমার এডনকের যেকোন ইঞ্জিন ওয়েল ক্রয় করলেই সুযোগ থাকছে হেলমেট সহ দারূণ উপহার জয়ের সুযোগ।
এডনক ভয়েজার ইঞ্জিন ওয়েলের যেকোন ইঞ্জিন ওয়েল ক্রয় করে বোতলের গায়ে থাকা কিউআর কোডটি স্ক্যান করে জিতে নিতে পারবেন হেলমেট, চাবির রিং, মাস্ক, রুমাল সহ দারূণ উপহার।

বাংলাদেশে এডনক ভয়েজার ইঞ্জিন ওয়েল এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে কর্নফুলী অটোমোবাইলস লিমিটেড। তাদের প্রধান কার্যালয়ে এক ছোট আয়োজনের মাধ্যমে তাদের এই নতুন অফারটি লঞ্চ করা হয়েছে।

Also Read: Engine Oil Price In Bangladesh
এইচআর ভবনের সেন্ট্রাল কনফারেন্স রুমে “স্ক্যানে নিশ্চিত উপহার” ক্যাম্পেইনের উদ্বোধন করেন মোঃ মারুফুল ইসলাম রায়হান, হেড অব বিজনেস, কর্ণফূলী অটোমোবাইল লিমিটেড। এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন আলী আহমেদ জনি (ন্যাশনাল সেলস ম্যানেজার), শাহিদ আলম (ন্যাশনাল সেলস ম্যানেজার – উত্তর), মোঃ রাকিবুল ইসলাম (ম্যানেজার – সেলস এবং ব্র্যান্ডিং), মনজুর রহমান শাকিল (ম্যানেজার – বি২বি সেলস)।
এছাড়া আরও উপস্থিত ছিলেন শুভ্র সেন (ফাউন্ডার এবং চেয়ারম্যান – বাইকবিডি), মোঃ ফখরুল হাসান (সিইও – বাইকবিডি) এবং বাইকিং কমিউনিটির অন্যান্য প্রতিনিধিগণ।
বাইক এবং বাইকিং সম্পর্কিত সকল খবর, তথ্য এবং টিপস পেতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।
T
Published by Raihan Opu Bangla