Shares 2

ইয়ামাহা মোটরসাইকেল ০% ইএমআই সুবিধা - ৬ মাস পর্যন্ত

Last updated on 06-Aug-2025 , By Raihan Opu Bangla

বর্তমানে বাংলাদেশে বাইকের মার্কেট বেশ বড় হয়েছে। মানুষ সহজ এবং ঝামেলাহীন যাতায়াত এর জন্য বেশির ভাগ ক্ষেত্রে মোটরসাইকেল ব্যবহার করে থাকে। আর মোটরসাইকেল ক্রয়ের সহজ লভ্যতা নিয়ে এসেছে ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ। 

ইয়ামাহা ০% ইএমআই সুবিধা - ৬ মাস পর্যন্ত

ইয়ামাহা ০% ইএমআই সুবিধা - ৬ মাস পর্যন্ত

বাংলাদেশ ইয়ামাহা এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে এসিআই মোটরস লিমিটেড। তারা ইয়ামাহা এর বাইক ক্রয় সহজ করতে নিয়ে এসেছে কিস্তি বা ইএমই সুবিধা। ইয়ামাহাতে ৫০% ডাউন পেমেন্টে দিয়ে আপনার পছন্দের ইয়ামাহা মোটরসাইকেল ক্রয় করতে পারবেন। 

Also Read: Motorcycle Price In Bangladesh

এই সুবিধার সাথে সাথে ক্রেডিট কার্ডের মাধ্যমে ৬ মাসের জন্য পেয়ে যাবেন ০% ইন্টারেস্ট রেট। আর বাইক ক্রয়ের জন্য আগে কাস্টমার কে একটি ফর্ম পূরন করতে হবে, যেখানে কাস্টমারের সকল তথ্য দিয়ে পছন্দের বাইকটি সিলেক্ট করতে হবে। 

এরপর কাস্টমার তার ফোনে একটি নোটিফিকেশন পাবেন। সেখানে সকল তথ্য দেয়া থাকবে। এরপর নির্দিষ্ট শোরুম থেকে কাস্টমারের সাথে যোগাযোগ করা হবে। তারপর সকল প্রসেস সম্পন্ন করে আপনার পছন্দের বাইকটি শোরুম থেকে ক্রয় করতে পারবেন। 

ইয়ামাহা এর ইএমআই বা কিস্তি সুবিধায় আপনিও আপনার পছন্দের বাইকটি ক্রয় করে নিতে পারবেন। বিস্তারিত জানতে ইয়ামাহা এর যেকোন অফিশিয়াল শোরুমে যোগাযোগ করুন। 

আর বাইক ও বাইকিং সম্পর্কিত সকল তথ্য জানতে আমাদের ওয়েব সাইটে চোখ রাখুন। ধন্যবাদ। 

Published by Raihan Opu Bangla