Shares 2

ইয়ামাহা বাংলাদেশ সেপ্টেম্বর টু রিমেম্বার অফার ২০২৪

Last updated on 02-Sep-2024 , By Raihan Opu Bangla

বাংলাদেশের মোটরসাইকেল ইন্ডাস্ট্রিতে সবচেয়ে জনপ্রিয় নাম হচ্ছে ইয়ামাহা মোটরসাইকেল। সেপ্টেম্বর ২০২৪ এর শুরুতেই তারা তাদের কাস্টোমারদের জন্য দারূণ এক অফার নিয়ে হাজির হয়েছে। এই অফারটি হচ্ছে “সেপ্টেম্বর টু রিমেম্বার ক্যাশব্যাক অফার ২০২৪”।

সেপ্টেম্বর টু রিমেম্বার অফার ২০২৪

সেপ্টেম্বর টু রিমেম্বার অফার ২০২৪

এই অফারটি দেয়া হচ্ছে ইয়ামাহা এর কিছু নির্দিষ্ট মডেলের মোটরসাইকেলের উপর। তবে এই মডেলের বেশির ভাগ মোটরসাইকেল হচ্ছে Yamaha FZS সিরিজের মোটরসাইকেল। বাংলাদেশের জনপ্রিয় মোটরসাইকেল সিরিজ হচ্ছে Yamaha FZS সিরিজ।

বাংলাদেশে ক্যাফে রেসার মডেলের রেট্রো ডিজাইন মোটরসাইকেল খুব বেশি একটা দেখা যায় না। তবে এদের মধ্যে অন্যতম মোটরসাইকেল হচ্ছে Yamaha FZ-X 150। তবে বাইকটি ক্যাফে রেসার ডিজাইনের হলেও এটি অনেকটাই ক্রুজার মোটরসাইকেল। এই বাইকটিতে ইয়ামাহা দিচ্ছে ১,৫০০ টাকার ক্যাশব্যাক।

কমিউটার সেগমেন্টের মোটরসাইকেল গুলো বাংলাদেশে জনপ্রিয় কারণ এর মাইলেজ, এবং লো মেইন্টেনেন্স। মাইলেজ এর দিক থেকে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে Yamaha Saluto 125। ইয়ামাহা এই বাইকটিতে দিচ্ছে ১,৫০০ টাকার ক্যাশব্যাক অফার। 

ইয়ামাহা সেপ্টেম্বর অফার ২০২৪

ইয়ামাহা এর সকল অফার এবং বিস্তারিত জানতে ইয়ামাহা মোটরসাইকেল এর অথোরাইজড শোরুমে যোগাযোগ করুন। এছাড়া ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ এর অফিশিয়াল ফেসবুক পেজে যোগাযোগ করুন।

মোটরসাইকেল ইন্ডাস্ট্রিজ এর সর্বশেষ খবর, মোটরসাইকেল ব্র্যান্ড, মোটরসাইকেলের দাম, রাইডিং টিপস সহ সকল কিছু জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ। 

Published by Raihan Opu Bangla