Shares 2
ইয়ামাহা সম্প্রতি সাতক্ষীরা, বরগুনা এবং চুয়াডাঙ্গাতে তাদের তিনটি নতুন শোরুম উদ্বোধন করেছে
Last updated on 31-Jul-2024 , By Arif Raihan Opu
বাংলাদেশের প্রিমিয়াম সেগমেন্টের জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড হচ্ছে ইয়ামাহা মোটরসাইকেল। ইয়ামাহা সব সময় তাদের কাস্টোমারদের দ্রুত সার্ভিস প্রদান করার লক্ষ্যে কাজ করে থাকে। আর সেই সূত্র ধরে ইয়ামাহা সম্প্রতি তিনটি নতুন মোটরসাইকেল শোরুম উদ্বোধন করেছে।

এসিআই মোটরস লিমিটেড বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেল এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। বাংলাদেশের সকল ইয়ামাহা শোরুম হচ্ছে থ্রী এস সেন্টার। থ্রী এস এর মানে হচ্ছে সেলস, সার্ভিস এবং স্পেয়ার্স পার্টস সব এক জায়গাতেই পেয়ে যাবেন।
তিনটি নতুন শোরুমের ভেতর একটি হচ্ছে চুয়াডাঙ্গাতে। মেসার্স দিশা এন্টারপ্রাইজ এর ব্যানারে ইয়ামাহা এর এই নতুন শোরুমটি উদ্বোধন করা হয়েছে জীবন-নগর, চুয়াডাঙ্গাতে। এই শোরুমের সম্পূর্ন ঠিকানা হচ্ছে জীবন-নগর, কালীগঞ্জ রোড, চুয়াডাঙ্গা।

শোরুম ঠিকানাঃ

মেসার্স দিশা এন্টারপ্রাইজ
জীবন-নগর, কালীগঞ্জ রোড,
চুয়াডাঙ্গা
০১৯৫০-০০২২২১
অপর দিকে দক্ষিণের জেলা বরগুনায় ইয়ামাহা তাদের নতুন একটি শোরুম ওপেন করেছে। মেসার্স মিলন মোটরস এর ব্যানারে শোরুমটি দক্ষিণ সদর রোড, বরগুনায় এই নতুন শোরুম উদ্বোধন করা হয়েছে।
শোরুম ঠিকানাঃ
মেসার্স মিলন মোটরস
দক্ষিণ সদর রোড, বরগুনা
০১৭৯৭-৯৩৬৫৫৫
আর সবশেষ সংযোজন হচ্ছে সাতক্ষীরা। ইয়ামাহা সাতক্ষীরায় তাহা মোটরস এর ব্যানারে তাদের নতুন শোরুম উদ্বোধন করেছে। এই শোরুমটি ঠিকানা হচ্ছে মহতপুর, কালীগঞ্জ, সাতক্ষীরা।
শোরুম ঠিকানাঃ
তাহা মোটরস
মহতপুর, কালীগঞ্জ,
সাতক্ষীরা
ইয়ামাহা এর প্রতিটি শোরুম থ্রী এস সেন্টার। তার সেলস, সার্ভিস বা স্পেয়ার্স নিয়ে চিন্তা করতে হবে না। ইয়ামাহার শোরুম দেখার জন্য এখানে ক্লিক করুন। ধন্যবাদ।
T
Published by Arif Raihan Opu