Shares 2
নতুন বছরে দাম কমলো ইয়ামাহা মোটরসাইকেল
Last updated on 19-Aug-2025 , By Saleh Bangla
গত বছরের নভেম্বর – ডিসেম্বরের দিকে বেশির ভাগ মোটরসাইকেল কোম্পানি তাদের মোটরসাইকেলের দাম কমিয়েছে। সেই প্রেক্ষিতে নতুন বছরের শুরুতেই ইয়ামাহা তাদের অনেক গুলো মোটরসাইকেলের দাম কমিয়ে সবাইকে চমকে দিয়েছে। ইয়ামাহা মোটরসাইকেল প্রায় দাম কমিয়ে ফেলার ক্ষেত্রে ২০০০-৩০,০০০ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে বিভিন্ন মডেলের উপর ভিত্তি করে।

Also Read: পুরাতন বাইকের বদলে নিন নতুন ইয়ামাহা বাইক
এসিআই মোটরস হচ্ছে ইয়ামাহা মোটরসাইকেল এর একমাত্র পরিবেশক। যারা অফিয়িশিয়ালি ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশে বিক্রয় করে থাকে। তারা বাইকারদের ওয়ারেন্টি ও সার্ভিসের সাথে সাথে স্পেয়ার্স পার্টস এর ফিডব্যাক ও দিয়ে থাকে। যারা তাদের অথোরাইজড ডিলারের কাছ থেকে বাইক ক্রয় করে থাকেন। বর্তমানে তারা ৭টি মডেলের বাইক বিক্রয় করে থাকেন। আর সেসব বাইকের দাম কমিয়ে ফেলা হয়েছে। চলুন দেখে নেই নতুন দাম ও পুরাতন দাম।

Model | Old Price | New Price | Price Reduction |
Saluto (Drum) | 143,000 | 141,000 | 2,000 |
Saluto (Disc) | 148,000 | 146,000 | 2,000 |
Saluto (Disc) SE | 152,000 | 150,000 | 2,000 |
SZ-RR | 190,000 | 185,000 | 5,000 |
SZ-RR SE | 195,000 | 190,000 | 5,000 |
FZS Fi V2 | 255,000 | 249,000 | 6,000 |
FZS Fi V2 Dark Knight | 265,000 | 259,000 | 6,000 |
Fazer Fi V2 | 275,000 | 268,000 | 7,000 |
R15 S | 440,000 | 415,000 | 25,000 |
R15 V2 | 480,000 | 450,000 | 30,000 |
Also Read: এসিআই মটরস বাংলাদেশে ইয়ামাহা’র নতুন পরিবেশক

এসিআই মোটরস অলরেডি এস-আর এবং আর১৫ সিরিজের দাম কমিয়ে ফেলেছে ২০১৭ এর ডিসেম্বরের শেষ দিকে। আর আজ তারা ইয়ামাহা স্যালুটো, এফজেডএস এবং ফেজার সিরিজের দাম কমিয়ে ফেলেছে। সব গুলো মোটরসাইকেল নতুন দামে পাওয়া যাবে পুরো বাংলাদেশ জুড়ে। যে সমস্ত ৩০টিরও বেশি অথোরাইজড ডিলার রয়েছে তাদের কাছে।
Also Read: ইয়ামাহা জয়ফুল অফার ২৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক
তবে সবচেয়ে বেশি উঠে এসেছে R সিরিজের নাম। এই সিরিজের আরএস বাইকটির দাম প্রায় ২৫০০০ টাকা পর্যন্ত কমানো হয়েছে। আর অপর দিকে আর১৫ ভার্সন ২ এর দাম কমানো হয়েছে প্রায় ৩০,০০০ হাজার টাকা। এখন ভার্সন ২ এর দাম হোন্ডা সিবিআর১৫০আর এর সম পর্যায়ে চলেছে।
যদিও ইয়ামাহা বাংলাদেশে অনেক স্যালুটো বিক্রি করেছে তবুও ইয়ামাহার এর জনপ্রিয়তার অন্যতম কারন হচ্ছে এফজেডএস ও ফেজার সিরিজ। ইয়ামাহার এর এফজেডএস এফআই ভার্সন ২ যা ডার্ক নাইট এডিশন নামে পরিচিত অনেক বাইকারের কাছে জনপ্রিয়। যদিও ইয়ামাহা এর চেইন নিয়ে অনেক অভিযোগ উঠেছিল এবং আস্তে আস্তে তারা সেসব মোটরসাইকেলের চেইন রিপ্লেস করে দিয়েছে।
Also Read: ইয়ামাহা বিজয় উল্লাস অফার – ১৬০০০ টাকা ক্যাশব্যাক
ইয়ামাহা এর সব গুলো সার্ভিস সেন্টার হচ্ছে থ্রিএস সেন্টার। যেখানে সব আপডেটেড ইকুপমেন্ট রয়েছে। এছাড়া যাতে করে এফআই ইঞ্জিন সার্ভিস করা যায় সে সুবিধাও রয়েছে। স্যালুটো ছাড়া বাকি অন্য মডেলের এফআই সিস্টেম ইন্সটল করা রয়েছে। আর এফআই সিস্টেমের একটু ভালো মেইন্টেনেন্স প্রয়োজন। ইয়ামাহার এই দাম কমানোতে বাইকারদের মাঝে এক নতুন গতি সঞ্চার করবে। আর জাপানী মোটরসাইকেল কোম্পানি গুলোর মাঝে প্রতিযোগীতা আরো বাড়িয়ে তুলবে।
T
Published by Saleh Bangla