Shares 2

ইয়ামাহা বাংলাদেশ নিউ ইয়ার ম্যাডনেস ক্যাশব্যাক অফার ২০২৪

Last updated on 31-Jul-2024 , By Raihan Opu Bangla

নতুন বছরে নতুন রূপে ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ হাজির হয়েছে নতুন কিছু নিয়ে। নতুন বছরের শুরুতেই ইয়ামাহা বাংলাদেশ তাদের কাস্টোমারদের জন্য নিয়ে এসেছে দারূণ এক অফার। এই অফার হচ্ছে “ইয়ামাহা নিউ ইয়ার ম্যাডনেস ক্যাশব্যাক অফার ২০২৪”।

ইয়ামাহা বাংলাদেশ নিউ ইয়ার ম্যাডনেস ক্যাশব্যাক অফার ২০২৪

ইয়ামাহা বাংলাদেশ নিউ ইয়ার ম্যাডনেস ক্যাশব্যাক অফার ২০২৪

বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে এসিআই মোটরস লিমিটেড। এসিআই ইয়ামাহার কিছু জনপ্রিয় ও সিলেক্টেড মডেলে দিচ্ছে ক্যাশব্যাক অফার। 

নেকেড স্পোর্টস কমিউটার বা কমিউটার সেগমেন্ট বাংলাদেশে বেশ জনপ্রিয় একটি সেগমেন্ট। এই সেগমেন্টের জনপ্রিয় মডেল হচ্ছে Yamaha FZ-S মডেল। এই মডেলের বাইক গুলো অনেক জনপ্রিয় কারণ এর ব্রেকিং, ব্যালেন্স এবং পারফর্মেন্সে বাইকারদের দৃষ্টি আকর্ষণ করেছে। 

তবে এই সিরিজের সবচেয়ে জনপ্রিয় মোটরসাইকেল হচ্ছে Yamaha FZ-S Fi V2। এছাড়া এই সিরিজের মডেল গুলো হচ্ছে, FZ-S Fi V3, FZ-S FI V3 ABS (BS4), FZ-S FI V3 ABS (BS6), এবং FZ-S FI V3 ABS Vintage Edition

নতুন বছরের এই অফারটি খুব কম সময়ের জন্য দেয়া হয়েছে। অফারটি চলবে পরবর্তি কোন ঘোষণা না দেয়া পর্যন্ত। তাই দেরি না করে আপনার পছন্দের ইয়ামাহা বাইকটি ক্রয় করার জন্য আপনার কাছাকাছি ইয়ামাহা মোটরসাইকেল শোরুম এ যোগাযোগ করুন। 

ইয়ামাহা নিউ ইয়ার ম্যাডনেস ক্যাশব্যাক অফার ২০২৪

আমরা আশা করছি নতুন বছরে ইয়ামাহা তাদের অনেক নতুন মোটরসাইকেল বাংলাদেশে লঞ্চ করবে। এছাড়া এই বছর ইয়ামাহা উচ্চ সিসির অনেক নতুন মোটরসাইকেল বাংলাদেশে লঞ্চ করবে। 

এছাড়া বাইকের সর্বশেষ খবর, দাম এবং অন্যান্য সব কিছু জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ। 

Published by Raihan Opu Bangla

Upcoming Bikes

KTM RC 250

KTM RC 250

Price: 0

ZEEHO AE6

ZEEHO AE6

Price: 0

ZEEHO AE8 SE

ZEEHO AE8 SE

Price: 0

View all Upcoming Bikes