Shares 2
ইয়ামাহা নভেম্বর এক্সচেঞ্জ অফার ২০২৪
Last updated on 30-Nov-2024 , By Raihan Opu Bangla
বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় জাপানীজ মোটরসাইকেল ব্র্যান্ড হচ্ছে ইয়ামাহা মোটরসাইকেল। ইয়ামাহা তাদের কাস্টোমারদের জন্য নিয়ে এসেছে “ইয়ামাহা নভেম্বর এক্সচেঞ্জ অফার ২০২৪”। এই অফারে কাস্টোমাররা তাদের পুরাতন মোটরসাইকেল পরিবর্তন করে নতুন ইয়ামাহা মোটরসাইকেল ক্রয় করতে পারবেন।
ইয়ামাহা নভেম্বর এক্সচেঞ্জ অফার ২০২৪
এসিআই মোটরস লিমিটেড বাংলাদেশে ইয়ামাহা এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। সাম্প্রতিক সময়ে এসিআই মোটরস এবং ইয়ামাহা তাদের ৮ম বর্ষপূর্তি পালন করেছে। এসিআই এবং ইয়ামাহা দুজনের জন্য এই যাত্রাটি ছিল অসাধারণ। আমরা আশা করব ইয়ামাহা এবং এসিআই এর যাত্রা অব্যাহত থাকবে।
এই অফারে কাস্টোমাররা তাদের পুরাতন যেকোন মডেলের মোটরসাইকেল পরিবর্তন করে নতুন ইয়ামাহা মোটরসাইকেল ক্রয় করতে পারবেন।
ইয়ামাহা এর লাইন আপে দেশের অনেক এক্সক্লুসিভ মোটরসাইকেল মডেল রয়েছে। এই মডেল গুলোর ভেতর জনপ্রিয় মডেল হচ্ছে Yamaha R15 V4, MT-15, FZS Fi V2, এবং FZS Fi ABS V3।
এখন প্রশ্ন আসতে পারে কিভাবে আপনি আপনার পুরাতন বাইকটি পরিবর্তন করবেন বা এক্সচেঞ্জ অফারটি গ্রহণ করবেন। ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ এর অফিশিয়াল ফেসবুক পেজে দেয়া ফর্মটি ফিলাপ করে নির্দিষ্ট ইয়ামাহা মোটরসাইকেল শোরুম থেকে পরিবর্তন করতে পারবেন।
মোটরসাইকেল সম্পর্কিত সকল তথ্য, মোটরসাইকেলের ব্র্যান্ড, দাম খবর, টিপস, সহ সকল কিছু জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।
T
Published by Raihan Opu Bangla