Shares 2
ইয়ামাহা এর নতুন শোরুম গোস্ট রাইডার্জ স্টেশন!
Last updated on 31-Jul-2024 , By Md Kamruzzaman Shuvo
ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ, বাংলাদেশের বাইকারদের কথা সব সময় চিন্তা করে থাকে। তাই সেই লক্ষ্যে তারা বাইকারদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে এবং বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় তারা শোরুম ও সার্ভিস সেন্টার উদ্বোধন করছে। যাতে করে তারা আরও ভাল সার্ভিস প্রদান করতে পারে।

সম্প্রতি তারা রাজশাহীতে নতুন একটি শোরুম উদ্বোধন করেছে। এটি রাজশাহীর নতুন একটি ইয়ামাহা শোরুম। নতুন এই শোরুমটি খোল হয়েছে "গোস্ট রাইডার্জ স্টেশন"। নতুন এই শোরুমের ঠিকানা হচ্ছে ১৭৬, সাপুরা, এয়ারপোর্ট রোড, রাজশাহী (রাজশাহী পলিটেকনিক এর বিপরীতে)। এখন ইয়ামাহা এর বাইকপ্রেমীরা বাইক ক্রয় করার জন্য দূরে কোথাও যেতে হবে না।
ইয়ামাহা এর সকল শোরুম থ্রী এস সেন্টার। এর মানে হচ্ছে এখানে সেলস, সার্ভিস এবং স্পেয়ার্স পার্টস সব কিছু একই জায়গাতে পাওয়া যায়। কয়েক মাস আগে নওগা রোডে ইয়ামাহা এর নতুন একটি শোরুম উদ্বোধন করা হয়। কিন্তু এখন রাজশাহীর বাইকাররা খুব সহজেই ইয়ামাহার এর বাইক ক্রয় করতে পারবেন। এছাড়া সার্ভিস ও স্পেয়ার্স এর জন্য সেভাবে আর চিন্তা করতে হবে না।

ঠিকানা
T
Published by Md Kamruzzaman Shuvo