Shares 2
আয়োজিত হয়ে গেল রয়েল এনফিল্ড টেস্ট রাইড ইভেন্ট ঢাকা
Last updated on 19-Aug-2025 , By Arif Raihan Opu
বাংলাদেশে রয়েল এনফিল্ড লঞ্চ হবার পর থেকে বাইকারদের মাঝে অনেক বেশি আগ্রহের সৃষ্টি হয়। এর কারণে রয়েল এনফিল্ড বাংলাদেশের বাইকারদের জন্য এক আবেগের নাম। সেই ধারাবাহিকতায় রয়েল এনফিল্ড বাংলাদেশের বাইকারদের জন্য আয়োজন করেছে “গেট দ্য রয়েল এক্সপেরিয়েন্স” ইভেন্ট।

Also Read: Royal Enfield Scram 411 Price In BD
রয়েল এনফিল্ড টেস্ট রাইড ইভেন্ট
এই ইভেন্টে রয়েল এনফিল্ডের মোটরসাইকেল গুলো টেস্ট রাইড করার সুযোগ রয়েছে। বাইকাররা তাদের পছন্দের রয়েল এনফিল্ড মোটরসাইকেলটি টেস্ট রাইড করে করতে পারেছেন। এছাড়া এখানে প্রি-বুকিং দিয়ে মোটরসাইকেল ক্রয়ের সুযোগ ছিল। আপনার পছন্দের মডেলটি আপনি এখান থেকে ক্রয় করতে পারবেন।

Also Read: Bike Price In Bangladesh

টেস্ট রাইড ইভেন্টটি অনুষ্ঠিত হয়েছে ঢাকার আগারগাও এ অবস্থিত বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। সকাল ১০টা থেকে এই টেস্ট রাইড ইভেন্ট শুরু হয়। কাস্টমার এবং রাইডাররা এসে তাদের পছন্দের মডেলটি টেস্ট রাইড করেন। সেই সাথে রয়েল এনফিল্ডের মোটরসাইকেলের ক্ল্যাসিক ফিল নেয়ার চেষ্টা করেছেন।
Also Read: Royal Enfield Bike Price In Bangladesh
আবার অনেকেই তাদের পছন্দের মোটরসাইকেলটি এখান থেকে প্রি-বুকিং দিয়ে ক্রয় করেছে। সেই সাথে রয়েল এনফিল্ড জানিয়েছে তারা বাইকারদের জন্য এই ধরনের টেস্ট রাইড আরও আয়োজন করবে। বিস্তারিত জানতে রয়েল এনফিল্ড বাংলাদেশের শোরুম ভিজিট করুন।
বাইক এবং বাইকিং সম্পর্কিত সকল খবর, তথ্য এবং টিপস জানতে আমাদের ওয়েভ সাইট ভিজিট করুন। ধন্যবাদ।
T
Published by Arif Raihan Opu