৯ম ঢাকা বাইক শো ২০২৫ এ অংশ গ্রহণ করেছিল ফ্রেডকন বাংলাদেশ

This page was last updated on 06-May-2025 04:45pm , By Raihan Opu Bangla

৯ম ঢাকা বাইক শো ২০২৫ অনুষ্ঠিত হয়ে গেল ঢাকার আইসিসিবি তে। সেখানে অংশ গ্রহণ করে ছিল FreedConn Bangladesh। যারা বাংলাদেশে নিয়ে আসছে হেলমেট কমিউনিকেটর। 

ফ্রেডকন বাংলাদেশ - ৯ম ঢাকা বাইক শো ২০২৫

freedconn-helmet-communicator-9th-dhaka-bike-show-2025

বাংলাদেশে অফিশিয়ালি ফ্রেডকন এর হেলমেট কমিউনিকেটর নিয়ে আসছে ফ্রেডকন বাংলাদেশ। তারা বাংলাদেশের বাইকারদের জন্য উন্নত মানের এবং আধুনিক হেলমেট কমিউনিকেটর বাংলাদেশে নিয়ে আসছে। 

Also Read: Communicator Price In Bangladesh

এবারের বাইক শোতে তারা অংশ গ্রহণ করেছিল এবং বাইকারদের জন্য তাদের নতুন হেলমেট কমিউনিকেটর শো করেছে। তাদের এই কমিউনিকেটর এর ভেতর ৫০০০ থেকে ১৫০০০ টাকা পর্যন্ত হেলমেট কমিউনিকেটর ছিল। 

freedconn-bangladesh-dhaka-bike-show-2025

এছাড়া শো উপলক্ষ্যে বাইকারদের জন্য আকর্ষণীয় ছাড় ছিল। FreedConn এর যেকোনো মডেলের কমিউনিকেটর কিনলেই ৫০০ টাকা ডিসকাউন্ট এবং FreedConn এর একটা আকর্ষণীয় ক্যাপ ফ্রী।

Also Read: FreedConn Communicators Price In Bangladesh

৯ম ঢাকা বাইক শো ২০২৫ এর অন্যতম আকর্ষণীয় অফার এবং ছাড় নিয়ে হাজির হয়েছিল ফ্রেডকন বাংলাদেশ। আমরা আশা করছি ফ্রেডকন বাংলাদেশ বাইকারদের জন্য আরও নতুন প্রোডাক্ট নিয়ে হাজির হবে।