৯ম ঢাকা বাইক শো ২০২৫ এ লঞ্চ হতে যাচ্ছে QJMOTOR
This page was last updated on 10-Aug-2025 05:22pm , By Raihan Opu Bangla
বাংলাদেশ নতুন একটি মোটরসাইকেল ব্র্যান্ড লঞ্চ হতে যাচ্ছে। খুব শীঘ্রই বাংলাদেশে এই ব্র্যান্ড মোটরসাইকেল ব্র্যান্ডটি বাংলাদেশের বাজারে লঞ্চ হতে যাচ্ছে। এটি একটি চাইনিজ মোটরসাইকেল ব্র্যান্ড। আর এই ব্র্যান্ডটি হচ্ছে QJMOTOR।
৯ম ঢাকা বাইক শো ২০২৫ এ লঞ্চ হতে যাচ্ছে QJMOTOR

৯ম ঢাকা বাইক শো ২০২৫ এ এই ব্র্যান্ডটি অফিশিয়ালি বাংলাদেশে লঞ্চ করা হবে। স্পিডোজ লিমিটেড এর হাত ধরে বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চ হতে যাচ্ছে কিউজে মোটরস। বাংলাদেশের কিউজে মোটরস এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে স্পিডোজ লিমিটেড।
Also Read: কিউজে মোটরস বাইক নিউজ বাংলাদেশ

Also Read: Bike Price In Bangladesh
তবে এই লঞ্চিং এ কিউজে মোটরস এর দুটি মোটরসাইকেল বাংলাদেশের বাজারে লঞ্চ হবে বলে আশা করা যাচ্ছে। আমরা জানতে পেরেছি যে এই দুটি মোটর সাইকেল দুই সেগমেন্টের হতে পারে।

সুত্রমতেম নেকেড স্পোর্টস সেগমেন্টে এবং ক্রুজার সেগমেন্টে দুটি মোটরসাইকেল লঞ্চ হবে। একটি হচ্ছে QJMOTOR SRK 180 এবং অপরটি হচ্ছে QJMOTOR X Rider SRV 160। তবে আপাতত দাম কেমন হতে পারে সেই বিষয়ে কোন ধরনের তথ্য আমরা পাইনি। আশা করা যাচ্ছে দাম বাইকারদের প্রত্যাশা অনুযায়ী হবে।
বাইক দুটি লঞ্চ হওয়ার সাথে সাথে এবারে বাইক শো আরও জমজমাট হয়ে উঠবে বলে আমরা আশা করছি। এছাড়া বিস্তারিত জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।
