Bajaj Discover 110 মালিকানা রিভিউ - রুবেল আহমেদ
This page was last updated on 24-Aug-2025 11:06am , By Md Kamruzzaman Shuvo
আমি রুবেল আহমেদ। আমি চান্দাইকোনা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ বসবাস করি। আমি একটি Bajaj Discover 110 বাইক ব্যবহার করি । বাইকটি আমার জীবনের প্রথম বাইক ।

আমার বাইকটি বর্তমানে ৩০,০০০ কিলোমিটার রাইড করেছি । আমি বাইকে ভালোবাসি কারণ বাইক মানে হচ্ছে স্বাধীনতা । কন্ট্রোলিং এবং সিটিং পসিশন এজন্য আমি আমার বাইকটা বেছে নিয়েছি, আমি একজন পশু চিকিৎসক, তাই যাতায়াত এর জন্য বাইক আমার খুব বেশি দরকার।
আমার বাইকটা মূলত অফিসের কাজে ব্যবহার এর জন্য আশেপাশে ভ্রমন করার জন্য ব্যবহার করি। আমার বাইকটা যখন আমি বাজাজ এর শোরুম থেকে ক্রয় করি তখন তার মূল্য ছিল ১,২৫,০০০ টাকা।

Also Read: মুক্তিযুদ্ধের রণতরির লোহায় মোটরসাইকেল আনছে বাজাজ
বাইকটা প্রথম চালানোর অভিজ্ঞতা খুব দারুণ আমি এখন পর্যন্ত যতগুলো বাইক চালিয়েছি সবথেকে বেস্ট কম্ফোর্ট লেগেছে আমার বাইকটা। আমি এখন পর্যন্ত ৪ টি সার্ভিসিং করেছি সবগুলো সার্ভিস বাজাজ সার্ভিস সেন্টার থেকেই করাই।

২৫০০ কিলোমিটারের আগে আমি মাইলেজ পেতাম ৪০ এবং ২৫০০ কিলোমিটার পরে মাইলেজ আমি পাচ্ছি ৫২। আমি আমার বাইকটা নিয়মিত যত্ন করার চেষ্টা করি এর চেইন লুব করা ক্লাস ক্যাবল চেক করা বিভিন্ন ইন্ডিকেটর চেক করা এগুলো আমি নিয়মিত করে থাকি ।
Also Read: বাংলাদেশে বাজাজ মোটরসাইকেলের দামের তালিকা
প্রথমদিকে মটুল ব্যবহার করতাম 20w40 গ্রেডের মিনারেল । আমার এখন পর্যন্ত বাইকের কোন পার্সের পরিবর্তন করতে হয়নি আলহামদুলিল্লাহ শুধুমাত্র ইন্ডিকেটর একটা লাইট পরিবর্তন করতে হয়েছে।
Bajaj Discover 110 বাইকের কিছু ভালো দিক -
- কম্ফোর্ট
- মাইলেজ
- টার্নিং রেডিয়াস
- সিটিং পজিশন
- পিলিয়ন কম্ফোর্ট
Bajaj Discover 110 বাইকের কিছু খারাপ দিক -
- স্পিড কম
- চাকা চিকন
- হেড লাইটের আলো খুবই অল্প
- চাকা টিউবলেস নাহ
আমি একদিনে ২০০ কিলোমিটার রাইড করেছি , তেমন কোনো সমস্যা হয়নি, বেশ ভালো কম্ফোর্ট পেয়েছি । বাইকটা নিয়ে আমি বেশ খুশি এবং আমার কাছে বেস্ট মনে হয় এটা। ধন্যবাদ ।
