৭০০ সিসির ৭০ বাইক জব্দ রাজধানীর কমলাপুর আইসিডি থেকে

This page was last updated on 14-Jan-2025 04:45pm , By Ashik Mahmud Bangla

৭০০ সিসির ৭০ বাইক জব্দ রাজধানীর কমলাপুর আইসিডি থেকে। 

আমাদানি নিষিদ্ধ ৭০০ সিসির ৭০টি মোটরসাইকেল জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। 

মঙ্গলবার সকালে বলাকা এন্টারপ্রাইজের কন্টেইনারে মোটর সাইকেলগুলো পান শুল্ক গোয়েন্দারা।

Also Read: অবশেষে র‌্যাব পাচ্ছে সেই ৭০টি জব্দ ২৫৫ ও ৮০০ সিসির মোটরসাইকেল

৭০০ সিসির ৭০ বাইক জব্দ রাজধানীর কমলাপুর আইসিডি থেকে


 আমদানি নিষিদ্ধ এসব মোটর সাইকেলের আমদানিকারক প্রতিষ্ঠানটির ঠিকানায় লেখা রয়েছে- বলাকা এন্টারপ্রাইজ, ফ্রি স্কুল স্ট্রিট, ঢাকা। শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক উম্মে নাহিদা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

Also Read: ১ থেকে ৫ এপ্রিল বন্ধ থাকবে রাজধানীর যেসব রাস্তা

গোয়েন্দারা ধারণা করছেন, অপরাধমূলক কোনো ঘটনা ঘটানোর জন্য এসব মোটরসাইকেল আনা হয়েছিল। বাংলাদেশে ১৫০ সিসি পর্যন্ত মোটরসাইকেল আমদানি করা বৈধ।

বাইক জব্দ

 Also Read: ফাইনালি ৫০০ সিসি পাস

 এর মধ্যে বেশিরভাগ হোন্ডা রেবেল এবং অল্প কিছু হারলে ডেভিড সন বাইক রয়েছে বলে জানা গিয়েছে। 

আমদানি নীতিমালা ভঙ্গ করেই এসব মোটরসাইকেল আনা হয়েছিল। এসব মোটরসাইকেলের আনুমানিক মূল্য ৭ কোটি টাকা। 

তবে মোটরসাইকেলগুলো কোন ব্র্যান্ডের তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।