হিরো মোটরসাইকেল লঞ্চ করেছে নতুন Hero Ignitor 125 Xtec
This page was last updated on 01-Aug-2024 11:36am , By Raihan Opu Bangla
হিরো বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ভারতীয় মোটরসাইকেল ব্র্যান্ড। বাংলাদেশে হিরোর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে নিলয় মোটরস। সম্প্রতি, হিরো বাংলাদেশে লঞ্চ করেছে নতুন Hero Ignitor 125 Xtec।
বর্তমানে বাংলাদেশে কমিউটার সেগমেন্ট অনেক বেশি জনপ্রিয়। আর কমিউটার সেগমেন্টের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড হচ্ছে হিরো। এছাড়া বাংলাদেশের সবচেয়ে বেশি বিক্রি হওয়া মোটরসাইকেল মডেলের ভেতর অন্যতম মডেল হচ্ছে হিরো স্পিলিন্ডার।
বর্তমানে হিরো তাদের মোটরসাইকেল মডেলে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ করেছে। মোটরসাইকেলের আধুনিকায়নের সাথে সাথে রং, গ্রাফিক্স, স্টাইল, ডিজাইনের ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। এতে করে কমিউটার সেগমেন্টেও মানুষ এখন আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ মোটরসাইকেল পাচ্ছে।
সম্প্রতি হিরো তাদের এই কমিউটার লাইন আপনি নতুন Hero Ignitor 125 Xtec বাইকটি যুক্ত করেছে। মহাখালীতে অবস্থিত নিটল সেন্টারে এক জমকালো আয়োজনের মাধ্যমে এই বাইকটি লঞ্চ করা হয়েছে।
এই লঞ্চিং ইভেন্টের নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মতলুব আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন নিলয় গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তারা। তারা সবাই নতুন বাইকটি নিয়ে অনেক উচ্ছাস প্রকাশ করেছেন।
নতুন এই বাইকটিতে হিরো যুক্ত করেছে ১২৪সিসি, এয়ার কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার, ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ, ১১ বিএইচপি @ ৭৫০০ আরপিএম এবং ১১ নিউটন মিটার অফ টর্ক @ ৬৫০০ আরপিএম শক্তি উৎপন্ন করতে সক্ষম।
ইগনাইটর এর এই নতুন ভার্সনটি আগের ভার্সনের চেয়ে অনেক বেশি আধুনিক ও প্রযুক্তি সমৃদ্ধ। তার সাথে স্টাইল, ডিজাইন, লুকস এবং পারফর্মেন্সে অনেক বেশি এগিয়ে রয়েছে।
বর্তমানে এই বাইকটি মুল্য ধরা হয়েছে, ১,৬০,০০০/- টাকা। যা বর্তমানে বাইকটিকে এই সেগমেন্টে অন্যতম প্রতিযোগীতার মধ্যে এগিয়ে রাখবে বলে আমরা আশা করছি।
বাইকটি সম্পর্কে এবং এর অফার সম্পর্কে বিস্তারিত জানতে আপনার কাছাকাছি হিরো মোটরসাইকেল শোরুমে যোগাযোগ করুন।
বাইক ও বাইকিং কমিউনিটি, নতুন বাইকের দাম ও খবরসহ বিস্তারিত সকল কিছু জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।