হিরো এক্সট্রা কেয়ার ক্যাম্প ২০২৫ - ঈদের পথে হিরোর সাথে

This page was last updated on 27-Mar-2025 02:02pm , By Badhan Roy

ঈদে ঘরমুখি মানুষের যাত্রা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। প্রতি ঈদে নাড়ির টানে প্রচুর মানুষ মোটরসাইকেল নিয়েই নিজের বাড়ির উদ্দেশ্যে পাড়ি জমান। ঈদযাত্রায় বাইকারদের নিশ্চিন্তে ও স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছানোর জন্য Hero Bangladesh দিচ্ছে হিরো এক্সট্রা কেয়ার ক্যাম্প ২০২৫ - ঈদের পথে হিরোর সাথে ফ্রি সার্ভিস ক্যাম্প!

 হিরো এক্সট্রা কেয়ার ক্যাম্প ২০২৫ - ঈদের পথে হিরোর সাথে

হিরো এক্সট্রা কেয়ার ক্যাম্প ২০২৫ - ঈদের পথে হিরোর সাথে

দেশের গুরুত্বপূর্ণ হাইওয়েতে হিরোর এক্সপার্ট টেকনিশিয়ানদের সহায়তায় বাইকারদের জন্য থাকছে বিশেষ সুবিধা। ২৬ মার্চ থেকে ২৯ মার্চ ২০২৫ তারিখ সকাল ১০ টা  থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত নিম্নলিখিত পয়েন্টগুলোতে হিরো সহ সকল ব্র্যান্ডের বাইকাররা সার্ভিস ছাড়াও যে কোন প্রয়োজনে সাহায্য ও সেবা গ্রহণ করতে পারবেন কোন প্রকার সার্ভিস চার্জ ছাড়াই।

 

হিরো এক্সট্রা কেয়ার ক্যাম্প ২০২৫ - সার্ভিস লোকেশনসমূহ:

আমতলী, আলেখারচর, কুমিল্লা – 01919098863

গুডলাক সি এন জি কর্পোরেশন, বাসস্ট্যান্ড সংলগ্ন, মানিকগঞ্জ – 01999921657

রাবনা বাইপাস মোড়, টাঙ্গাইল – 01919096376

Hero Extra Care Camp 2025 – ঈদের পথে হিরোর সাথে- এই ক্যাম্পে যেকোন ব্র্যান্ডের বাইকাররা তাদের বাইক চেকআপ করাতে পারবেন। বাইকারদের কথা ভেবে হিরোর এই গৃহিত উদ্যোগ অবশ্যই প্রশংসনীয় বটে।


বাইক বিষয়ক যে কোন তথ্য এবং আপডেট এর জন্য বাইকবিডির সাথেই থাকুন।