বাইকের থেকে সেরা পারফরম্যান্স পেতে ৪ টি এডজাস্টমেন্ট করুন
This page was last updated on 22-Nov-2023 11:30am , By Ashik Mahmud Bangla
নিজের বাইক থেকে সেরা পারফরম্যান্স পেতে আমরা সবাই খুব বেশি পছন্দ করি। কিন্তু নিজেদের কিছু গাফিলতির কারনে আমাদের বাইকের সঠিক পারফরম্যান্স ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে থাকে। কিন্তু আপনি যদি কিছু বিষয় খেয়াল রাখেন তাহলে আপনি আপনার বাইক থেকে সব সময় ভালো মাইলেজ এবং ভালো পারফরম্যান্স পাবেন।
সেরা পারফরম্যান্স পেতে ৪ টি এডজাস্টমেন্ট করুন
১- চেইন এডজাস্টমেন্ট
বাইকের চেইনের যত্ন নিতে আমরা অনেকেই ভুলে যায় , বাইক ভালো রাখতে হলে শুধু বাইক পরিষ্কার রাখলেই চলে না বাইকের চেইনের এডজাস্টমেন্টও সঠিক রাখা জরুরি। বাইকের চেইন সব সময় সঠিকভাবে এডজাস্ট করে রাখুন। আপনি যদি বাইকের চেইনের এডজাস্টমেন্ট ঠিক রাখেন তাহলে আপনি বাইক থেকে ভালো রেডি পিকাপ এবং সেরা পারফরম্যান্স পাবেন। বাইকের চেইন কখনো খুব বেশি টাইট অথবা খুব বেশি লুস রাখবেন না। আর বাইকের চেইন যখন শুকিয়ে যাবে তখন অবশ্যই চেইন লুব ব্যবহার করুন। পোড়া মবিল চেইনে ব্যবহার না করা উত্তম , এই জিনিসটিও খেয়াল রাখুন।
২- ক্লাচ এডজাস্টমেন্ট
চেইন এডজাস্টমেন্ট করার পর বাইকের ক্লাচ এডজাস্টমেন্ট ঠিক আছে কিনা সেদিকেও খেয়াল রাখুন। একটা বাইক থেকে সঠিক পারফরম্যান্স পাওয়ার জন্য চেইন এবং ক্লাচের এডজাস্টমেন্ট ঠিক রাখা অনেক বেশি জরুরি। আপনার বাইকে যখন চেইন এবং ক্লাচ এডজাস্টমেন্ট ঠিক থাকবে তখন বাইকটা বেশ ফ্রি এবং স্মুথ থাকবে , এর ফলে আপনি আপনার বাইক থেকে সঠিক পারফরম্যান্স পাবেন।
৩- চাকার এডজাস্টমেন্ট
চাকার এডজাস্টমেন্ট এর কথা শুনে অনেকেই হয়তো অবাক হচ্ছেন , কিন্তু বাইকের চাকারও একটা সঠিক এডজাস্টমেন্ট থাকে। আপনার বাইকের চেইন এডজাস্টমেন্ট ঠিক আছে , ক্লাচ এডজাস্টমেন্টও ঠিক আছে কিন্তু চাকা জ্যাম হয়ে আছে । তাহলে কি লাভ হবে ? বাইকের প্রতিটা জিনিস একে অপরের সাথে যুক্ত তাই আপনার এই সব খুঁটিনাটি জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে।
টায়ার প্রেশার একটা বাইকের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ , বাইকের টায়ার প্রেশার যদি বেশি থাকে তাহলে আপনি বাইক ব্রেক করার সময় দূর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেক বেশি থাকে। আবার বাইকের টায়ার প্রেশার যদি কম থাকে সেক্ষেত্রে বাইক জ্যাম মনে হবে। তাই আপনার বাইকে সব সময় সঠিক টায়ার প্রেশার রাখুন।
৪- ট্যাপেট এডজাস্টমেন্ট
প্রতিটা বাইকের ইঞ্জিনের জন্য বাইকের ট্যাপেট অনেক বেশি গুরুত্বপূর্ণ , বাইকের ট্যাপেট এডজাস্টমেন্ট যদি ঠিক না থাকে সেক্ষেত্রে বাইকের ইঞ্জিন জ্যাম হয়ে থাকবে। আর একটা নিদিষ্ট সময় পর পর বাইকের ট্যাপেট এডজাস্ট করা খুব বেশি জরুরী। বাইকের ট্যাপেট এর কাজ খুব সূক্ষ্ম , তাই এই কাজ কখনো অভিজ্ঞ ম্যাকানিক ছাড়া করাবেন না।
আপনি যদি সব সময় আপনার বাইকে এই ৪ টা এডজাস্টমেন্ট ঠিক রাখেন তাহলে আপনি আপনার বাইক থেকে বেশ ভালো একটা পারফরম্যান্স পাবেন। নিজের বাইকের প্রতি সব সময় যত্নবান থাকুন , দেখবেন রাস্তায় আপনার বাইক কখনো সমস্যা করবে না। সব সময় নিয়ন্ত্রিত গতিতে বাইক রাইড করুন।
ধন্যবাদ