নারায়গঞ্জে সিএফমোটো এর নতুন শোরুম ইউটার্ন রাইডার্স
This page was last updated on 26-Apr-2025 12:06pm , By Raihan Opu Bangla
বর্তমানে বাংলাদেশে চাইনিজ মোটরসাইকেল বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশে বর্তমানে CFMOTO চাইনিজ মোটরসাইকেল সেগমেণ্টে জনপ্রিয় ব্র্যান্ড। সম্প্রতি সিএফমোটো বাংলাদেশ নারায়ণগঞ্জে নতুন শোরুম উদ্বোধন করেছে।
সিএফমোটো এর নতুন শোরুম - ইউটার্ন রাইডার্স

Also Read: Bike Price In Bangladesh
সিএফমোটো বাংলাদেশ তাদের নতুন শোরুম উদ্বোধন করেছে। নারায়ণগঞ্জে ইউ-টার্ন রাইডার্স এর ব্যানারে সিএফমোটো তাদের নতুন শোরুম উদ্বোধন করেছে। সম্প্রতি বাংলাদেশে সিএফমোটো তাদের নতুন কয়েকটি শোরুম উদ্বোধন করেছে।
নারায়ণগঞ্জের, সিদ্ধিরগঞ্জে এই নতুন শোরুমটি উদ্বোধন করা হয়েছে। এই উদ্বোধনী অনুষ্ঠানে নারায়ণগঞ্জের বাইকার সহ ঢাকার আসে পাশের বাইকাররা উপস্থিত ছিল। নতুন এই শোরুমটি সিএফমোটো এর ফ্ল্যাগশীপ শোরুমের মত।

Also Read: CFMOTO Bike Price In Bangladesh
Also Read: CFMOTO Showroom In Bangladesh
বলা যায় যে, সিএফমোটো এর সকল শোরুম থ্রি এস সেন্টার। এছাড়া ইউরোপীয় স্ট্যান্ডার্ড এর মত করে তাদের সকল শোরুম গুলো তৈরি করা হয়েছে। তাই সব শোরুমেই আপনি মোটরসাইকেলের সাথে সাথে এক্সেসরিজও পেয়ে যাবেন।

নতুন এই শোরুমটির অবস্থান হচ্ছে,
ঠিকানা -
আক্তার হোসেইন মোল্লা মার্কেট, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। মোবাইল - 01711-745703, ইমেইল - uturnriders4@gmail.com ।
