সিএফমোটো থ্রিল রাইড রাজশাহী ২০২৫ – রাইড, স্টান্ট, থ্রিল
This page was last updated on 16-Sep-2025 04:31pm , By Arif Raihan Opu
সিএফমোটো বাংলাদেশ সম্প্রতি তাদের নতুন একটি সিরিজ ইভেন্ট শুরু করেছে। এই ইভেন্টটি হচ্ছে “সিএফমোটো থ্রিল রাইড – রাইড, স্টান্ট, থ্রিল”। এই ইভেন্টের অংশ হিসেবে বগুড়ার পর গত ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে রাজশাহীতে অনুষ্ঠিত হল এই থ্রিল রাইড ইভেন্ট।

সিএফমোটো থ্রিল রাইড রাজশাহী ২০২৫ - রাইড, স্টান্ট, থ্রিল
এই ইভেন্টের অন্যতম আকর্ষণ ছিল সিএফমোটো এর উচ্চ সিসির মোটরসাইকেল গুলো টেস্ট রাইড করা। এখানে আগত দর্শনার্থীরা সিএফমোটো এর মোটরসাইকেল গুলো টেস্ট রাইড করার সুযোগ পেয়েছেন।
Also Read: Motorcycle Price In Bangladesh

রাজশাহীর পাঠানপাড়ায় অবস্থিত কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই ইভেন্টটি অনুষ্ঠিত হয়। এই ইভেন্টে রাজশাহী এবং তার আসে পাশের বাইকার সহ সাধারণ অনেক মানুষ অংশ গ্রহণ করেছি। যেখানে তারা সিএফমোটো এর মোটরসাইকেল টাচ এন ফিল নিতে পেরেছেন।
এছাড়া টেস্ট রাইড করেছেন অনেক বাইকার ও দর্শনার্থী। তারপর সবার জন্য ছিল টেস্ট রাইড ইভেন্ট, যা সবাই উপভোগ করেছেন।

সিএফমোটো নিয়মিত আয়োজন করবে বলে বাংলাদেশের ভিন্ন ভিন্ন স্থানে ইতিমধ্যে ঘোষণা দিয়েছে। সেই অনুযায়ী বগুড়া এবং রাজশাহীতে দুটো ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। পরবর্তি ইভেন্ট কোথায় হবে তা জানার জন্য সিএফমোটো বাংলাদেশ এর ফেসবুক পেজে চোখ রাখুন।
এছাড়া সিএফমোটো এর মোটরসাইকেল ক্রয় করতে ও বিস্তারিত জানতে সিএফমোটো এর শোরুম ভিজিট করুন।
মোটরসাইকেল সম্পর্কিত সকল খবর ও তথ্য জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।
