বাংলাদেশে ক্যাস্ট্রল লুব্রিক্যান্ট এর নতুন ডিস্ট্রিবিউটর হচ্ছে রক এনার্জি লিমিটেড
This page was last updated on 21-Apr-2025 06:00pm , By Raihan Opu Bangla
বাংলাদেশের বাইকারদের জন্য দারুণ খবর! বিশ্বখ্যাত লুব্রিক্যান্ট ব্র্যান্ড ক্যাস্ট্রল এবার নতুন ডিস্ট্রিবিউটর এর হাত ধরে বাংলাদেশে আসতে যাচ্ছে। এখন থেকে রক এনার্জি বাংলাদেশ ক্যাস্ট্রল এর অথরাইজড ডিস্ট্রিবিউটর হিসেবে কার্যক্রম পরিচালনা করবে।
রক এনার্জি বাংলাদেশ - ক্যাস্ট্রল লুব্রিক্যান্ট

২০০১ সাল থেকে ক্যাস্ট্রল বাংলাদেশের বাজারে থাকলেও, এবার রক এনার্জির হাত ধরে নতুন ভাবে বাংলাদেশে ক্যাস্ট্রল লুব্রিক্যান্ট পাওয়া যাবে। রক এনার্জি ক্যাস্ট্রল এর নতুন ডিস্ট্রিবিউটর হিসেবে বাংলাদেশে তাদের যাত্রা শুরু করেছে।
Also Read: Engine Oil Price In Bangladesh
রক এনার্জি, যারা বাংলাদেশের তেল ও গ্যাস খাতে তিন দশকেরও বেশি অভিজ্ঞতা নিয়ে কাজ করছে, তাদের সঙ্গে এই পার্টনারশিপ ক্যাস্ট্রলের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা যাচ্ছে।

ক্যাস্ট্রল এর সাউথ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট কেদার লেলে বলেন, "রক এনার্জির সঙ্গে কাজ করে আমরা আমাদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আরও বিস্তৃত ও বড় করতে চাই। এতে করে গ্রাহকদের সঙ্গে আমাদের সম্পর্ক আরও মজবুত হবে এবং তাদের সাথে আমাদের সম্পর্ক দৃঢ় হবে বলে আমরা আশা করছি।"

Also Read: Castrol Engine Oil Price In Bangladesh
রক এনার্জির ম্যানেজিং ডিরেক্টর তানজিম চৌধুরী বলেন, "ক্যাস্ট্রলের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা গর্বিত। এই পার্টনারশিপের মাধ্যমে আমরা গ্রাহকদের আরও প্রিমিয়াম কোয়ালিটির পণ্য সরবরাহ করতে পারব। আমাদের স্লোগান হচ্ছে, প্রতিটি ইঞ্জিনে ক্যাস্ট্রল – এটাই আমাদের প্রতিশ্রুতি।"
রক এনার্জি এখন ক্যাস্ট্রলের পণ্য দেশের বিভিন্ন রিটেইল আউটলেটে সরবরাহ করবে এবং ক্যাস্ট্রল ব্র্যান্ডেড ওয়ার্কশপও গড়ে তুলবে। এতে করে বাইক সহ অন্যান্য যানবাহন একটি ভাল এবং উন্নত সার্ভিস পাবে বলেও আমরা আশা রাখছি। এতে করে ক্যাস্ট্রল কাস্টোমারদের কাছে একটি ভরসার জায়গা তৈরি করতে পারবে বলে ধারণা করা হচ্ছে।
