মোটরসাইকেলের ট্যাক্স টোকেনের মেয়াদ ১০ বছর অতিক্রান্ত হলে করণীয় কি?

This page was last updated on 22-Nov-2025 02:07pm , By Badhan Roy

আমরা সবাই জানি বাংলাদেশে বৈধভাবে মোটরসাইকেল চালাতে গেলে রেজিস্ট্রেশন এবং ট্যাক্স টোকেন সনদ গ্রহণ বাধ্যতামূলক। এক্ষেত্রে রেজিস্ট্রেশন নাম্বার আজীবনের জন্য প্রযোজ্য হলেও মোটরসাইকেল এর ক্ষেত্রে বিআরটিএ থেকে ট্যাক্স টোকেন সর্বোচ্চ ১০ বছর মেয়াদ পর্যন্ত প্রযোজ্য হয়ে থাকে। 

আমাদের অনেকেরই একটা প্রশ্ন থাকে সেটা হচ্ছে ১০ বছর মেয়াদ শেষ হয়ে গেলে করণীয় কি অথবা ট্যাক্স টোকেনের মেয়াদ ১০ বছর উত্তীর্ণ হয়ে গেলে পুরাতন ট্যাক্স টোকেন দিয়ে বাইক চালানো যাবে কি না? এই প্রশ্নগুলোর উত্তর আমরা আজকে জানবো।

 

মোটরসাইকেলের ট্যাক্স টোকেনের মেয়াদ ১০ বছর অতিক্রান্ত হলে করণীয় কি?

মোটরসাইকেলের ১০ বছর মেয়াদী ট্যাক্স টোকেন চাইলে একবারে অথবা প্রতি ২ বছর অন্তর ২৩০০ টাকা করেও পরিশোধ করা যায়। মোটরসাইকেলের  রেজিস্ট্রেশন ফি সিসি ভেদে আলাদা হলেও ট্যাক্স টোকেন এর ফি সব ধরণের বাইকের জন্য একই। বাইকের ট্যাক্স টোকেনের ক্ষেত্রে যদি ১০ বছরের ট্যাক্স টোকেন উত্তীর্ণ এবং সম্পূর্ণ অর্থ পরিশোধ করা হয়ে থাকে তবে শুধুমাত্র পূর্বের ট্যাক্স টোকেনের আসল কপি ও এক কপি ফটোকপি সহ সংশ্লিষ্ট ব্যাংকে অর্থাৎ বিআরটিএ এর ফি লেনদেন করে এমন ব্যাংকের যে কোন শাখায় শুধুমাত্র ২৩ টাকা জমা দিতে হবে। 

এই ২৩ টাকা জমা দেওয়ার পর ব্যাংক কর্মকর্তা একটি ব্যাংক স্লিপ এবং অরিজিনাল কপি দিবেন। পরবর্তী ধাপ অনুযায়ী বাইকের রেজিস্ট্রেশন যে বিআরটিএ তে হয়েছে উক্ত বিআরটিএ এর সহকারী পরিচালকের কাছে উক্ত ব্যাংক স্লিপ এবং অরিজিনাল কপি উপস্থাপন করে নতুন ট্যাক্স ফ্রি টোকেন সংগ্রহ করতে হবে। এই ট্যাক্স টোকেন দিয়েই পরবর্তীতে আপনি বৈধভাবে সড়কে বাইক চালাতে পারবেন এবং ৫ বছর পরে একই প্রসেসে ২৩ টাকা দিয়ে এই ট্যাক্স ফ্রি টোকেন টি আবার আপডেট বা রিনিউ করতে হবে। 

উল্লেখ্য, যেসকল বাইকার ইতিপূর্বে ফাইনান্সিয়াল এসিস্টেন্স ফান্ড এর এককালীন ১১৫০ টাকা পরিশোধ করেন নি তাদের অবশ্যই এই টাকা সহ সর্বমোট ১১৮৩ টাকা পরিশোধ করে একই নিয়মে ট্যাক্স ফ্রি টোকেন সংগ্রহ করতে হবে। ফাইনান্সিয়াল এসিস্টেন্স ফান্ড এর টাকা পরিশোধ করা থাকলে শুধুমাত্র ২৩ টাকা পরিশোধ করে নিয়মগুলো অনুসরণ করলেই হবে। 

অনেকেই মনে করে থাকেন ১০ বছরের মেয়াদ শেষ হওয়ার পর হয়তো আর কোন করণীয় নেই কিংবা পুরাতন ট্যাক্স টোকেন দিয়েই বাইক চালানো সম্ভব। তবে এটি আইনত বৈধ নয় এবং সড়কে আইনি জটিলতা এড়াতে সময় মত ট্যাক্স ফ্রি টোকেন সংগ্রহ ও হালনাগাদের ব্যাপারে সচেতন থাকা আমাদের আবশ্যিক কাম্য। 

বাইক ও বাইক বিষয়ক সকল তথ্য এবং আপডেট এর জন্য বাইকবিডির সাথেই থাকুন।