অনলাইনে মবিল ইঞ্জিন ওয়েল কিনে জিতে নিন পুরস্কার

This page was last updated on 01-Aug-2024 04:07am , By Raihan Opu Bangla

ইঞ্জিন ওয়েল সম্পর্কে আমরা মোটামুটি সবাই অবগত রয়েছি। আমার যারা প্রতিনিয়ত মোটরসাইকেল রাইড করি ইঞ্জিন ওয়েলের ব্যাপারটি আমাদের সব সময় খেয়াল রাখতে হয়। সময় মতো ইঞ্জিন ওয়েল পরিবর্তন করা জরুরী। এতে করে মোটরসাইকেলের ইঞ্জিন ভাল থাকে।

মবিল ইঞ্জিন ওয়েল

বাংলাদেশ ইঞ্জিন ওয়েল নিয়ে অনেক মিথ দেখা যায়। আবার অনেকেই নতুন মোটরসাইকেল কেনার পর চিন্তায় থাকেন কোন ইঞ্জিন ওয়েল ব্যবহার করবেন। বাংলাদেশে অনেক জনপ্রিয় ইঞ্জিন ওয়েল হচ্ছে মবিল ইঞ্জিন ওয়েল

সাধারণ ভাবে এখনও ইঞ্জিন ওয়েল কে বাইকাররা মবিল বলে থাকেন। মবিল এতটাই জনপ্রিয় ব্র্যান্ড যে ইঞ্জিন ওয়েল পরিবর্তন করার কথা না বলে অনেকেই বলেন মবিল পরিবর্তন করতে হবে।

আমাদের ইঞ্জিন ওয়েল কেনার জন্য আমাদের অনেক সময় অনেক ঝামেলার সৃষ্টি হয়। সেই ঝামেলা কমাতে মবিল ইঞ্জিন ওয়েল এবার নিয়ে এসেছে অনলাইনে ইঞ্জিন ওয়েল ক্রয়ের সুবিধা। এছাড়া এশিয়া কাপ উপলক্ষ্যে অনলাইন অর্ডারে থাকছে নিশ্চিত পুরস্কার। 

বর্তমানে মবিলের প্রায় সকল গ্রেডের ইঞ্জিন ওয়েল রয়েছে। মবিলের রয়েছে Full Synthetic Mobil 1 Racing 4T 10W-40, সেই সাথে আরো আছে Mobil Super 4T 20W-50, Mobil Super Moto 10W-30, Mobil Super Moto 20W-40, স্কুটার এর জন্য রয়েছে Mobil Super Moto Scooter 10W-30। 

এখানেই শেষ নয়, ওয়েবসাইট বা এপ্সের মাধ্যমে অর্ডার করলেই পেয়ে যাবেন রিওয়ার্ড পয়েন্ট, এই পয়েন্ট দিয়ে পরবর্তী অর্ডারে ডিসকাউন্ট পেতে পারবেন। বর্তমানে ঢাকার ভিতরে ডেলিভারি ফ্রি এর সুবিধা রয়েছে এবং ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ প্রযোজ্য হবে।

অর্ডার করতে Mobil in Bangladesh ফেসবুক পেজ ভিসিট করুন অথবা Lube Solution এপ্সটি ইনস্টল করুন। এছাড়া আপনারা চাইলে মবিল বাংলাদেশ এর ওয়েব সাইট থেকেও ইঞ্জিন ওয়েল ক্রয় করতে পারবেন। এই অফারটি ২৪ আগস্ট ২০২৩ থেকে ২৪ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত। 

Upcoming Bikes

KTM RC 250

KTM RC 250

Price: 0

ZEEHO AE6

ZEEHO AE6

Price: 0

ZEEHO AE8 SE

ZEEHO AE8 SE

Price: 0

View all Upcoming Bikes