বাংলাদেশের প্রথম মোটরসাইকেল গ্রুপ বিডি বাইকারজ এর ১৫ বছর পূর্তি উদযাপন

This page was last updated on 31-Jul-2024 09:43pm , By Raihan Opu Bangla

সম্প্রতি বাংলাদেশের প্রথম মোটরসাইকেল গ্রুপ হিসেবে যাত্রা শুরু করা বিডি বাইকারজ তাদের ১৫ বছরপূর্তি উদযাপন করেছে। বাংলাদেশের প্রথম মোটরসাইকেল গ্রুপ হিসেবে তাদের যাত্রা শুরু হয় ২০০৭ সালের ১৬ই মে। টিম বাইকবিডির পক্ষ থেকে তাদের এই বর্ষপূর্তিতে অভিনন্দন ও শুভেচ্ছা রইল।

বিডি বাইকারজ তাদের ১৫ বছরপূর্তি উদযাপন করেছে।

বাংলাদেশের প্রথম মোটরসাইকেল গ্রুপ বিডি বাইকারজ এর ১৫ বছর পূর্তি উদযাপন

বর্তমানে বাংলাদেশে অনেক মোটরসাইকেল গ্রুপ রয়েছে। এদের ভেতর অনেকেই আছেন যারা গ্রুপ রাইডিং করেন, ছুটির দিন গুলোতে গে টুগেদার আয়োজন করেন, এবং সেই সাথে সামাজিক অনেক কর্মকান্ডে যুক্ত আছেন। তবে এর আগে বিডি বাইকারজ ই প্রথম এই ধরনের ইভেন্ট শুরু করেছিল। 

বিডি বাইকারজ গ্রুপটি শুরু করেন আদিল রহমান এবং তার কিছু বন্ধুদের সহায়তায়। প্রথমে তারা শুধু মাত্র কয়েকজন বন্ধুদের মাধ্যমে শুরু করলেও পরে এই গ্রুপের সাথে আরও অনেকেই যুক্ত হন। ২০০৮ সালে তারা প্রথম বারের মত একটি গেট টু গেদার আয়োজন করেন। 

যদিও কিছু কারণে গ্রুপটি ২০১৩ সালের দিকে তাদের কার্যক্রম কিছুটা স্থগিত করে রাখে। তবে ২০১৯ সালের দিকে তারা সবাই আবার এক সাথে গ্রুপের কার্যক্রম শুরু করেন। অনেক দিন বন্ধ থাকার কারণে যদিও শুরুর দিকে সবাইকে একত্রিত করা সম্ভব হয়নি। 

তবে ২০২০ ও ২০২১ সালে তারা তাদের ১৩ এবং ১৪ তম বর্ষপূর্তি ঘরোয়া ভাবে আয়োজন করে। কারণ ২০২০ এবং ২০২১ সালে করোনার কারণে সেভাবে তারা বড় করে আয়োজন করতে পারেনি। কিন্তু ২০২২ এ এসে তারা তাদের ১৫ বছর বর্ষপূর্তি অনেক বড় করে আয়োজন করেছে। 

বিডি বাইকারজ তাদের ১৫ বছরপূর্তি উদযাপন করেছে।

বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিডি বাইকারজ এর এই আয়োজনে বাইকার্সরা অংশ গ্রহণ করে। ঢাকা ও আসে পাশের বাইকাররা এই ইভেন্টে অংশ নেয়। 

বিডি বাইকারজ এর এই ইভেন্টটি অনুষ্ঠিত হয় বনশ্রীতে অবস্থিত দ্য হট ডট কোম্পানি রেস্টুরেন্টে। ইভেন্ট শুরু হয় বিকেল সাড়ে ৫টায়। ইভেন্টটি শুরু হয় গ্রুপের ফাউন্ডার মিস্টার আদিল রহমানের বক্তব্য দিয়ে।

তিনি গ্রুপের শুরু এবং তাদের কার্যক্রম সম্পর্কে ছোট একটি বক্তব্য রাখেন। এছাড়া তিনি তাদের ফাউন্ডার মেম্বার ও কোর মেম্বারদের সাথে পরিচয় করিয়ে দেন। 

এরপর বিডি বাইকারজ এর ইতিহাস এবং তাদের কার্যক্রমের উপর একটি ছোট প্রজেন্টেশন ছিল। ঠিক এরপর তারা কেক কাটার মাধ্যমে বিডি বাইকারজ তাদের ১৫ বছরপূর্তি উদযাপন করে। 

অপর দিকে সেখানে বাইকারদের জন্য রেজিস্ট্রেশন এর ব্যবস্থা ছিল। এর সাথে ছিল বাইকারদের জন্য টি-শার্ট ও চাবির রিং গিফট। 

বিডি বাইকারজ তাদের ১৫ বছরপূর্তি উদযাপন করেছে।

আদিল রহমান, তানজিল কবির, অনিক খান, সানাউল্লাহ সজীব, রনো মজুমদার সহ বিডি বাইকারজ এর কোর মেম্বার এই ইভেন্টের সব কিছুর আয়োজন করেন।

মোটরহেড বিডি, টুইন কোর মটো,  হাইকিকস লেদার, কার্নিভাল অটো এবং ভলকান অটো এই ইভেন্ট উপলক্ষ্যে তারা তাদের পন্যের উপর বাইকারদের জন্য ডিস্কাউন্ট ও গিফটের ব্যবস্থা রেখেছিল।

ইভেন্টের ক্যাম্পেইন পার্টনার ছিল বাইকবিডি। বাইকবিডির ফাউন্ডার ও সিইও শুভ্র সেন এবং টিম বাইকবিডি এই ইভেন্টে অংশ গ্রহণ করেছিল। এছাড়াও বাইকবিডি এই ইভেন্টের অনলাইন পার্টনার ছিল। 

তো ইতিমধ্যে আপনারা সবাই জেনে গিয়েছেন যে বিডি বাইকারজ বাংলাদেশের প্রথম মোটরসাইকেল গ্রুপ। তাদের ১৫ বছর পার করেছে, এই উপলক্ষ্যে বাইকবিডির পক্ষ থেকে তাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি এই গ্রুপটি তাদের হারানো ঐতিহ্য ফিরে পাবে এবং বাইকিং কমিউনিটিতে তাদের অবদান রাখবে। ধন্যবাদ।

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Upcoming Bikes

Zontes 703 RR

Zontes 703 RR

Price: 0.00

I-am RAPID

I-am RAPID

Price: 0.00

Salida ZL 9

Salida ZL 9

Price: 0.00

View all Upcoming Bikes