বাজাজ বাংলাদেশ নতুন ডিলারশীপ নিয়োগের বিজ্ঞাপন দেয়া হয়েছে

This page was last updated on 21-Nov-2023 06:53am , By Raihan Opu Bangla

বাজাজ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ভারতীয় মোটরসাইকেল ব্র্যান্ড। উত্তরা মোটরস বাংলাদেশে Bajaj Motorcycle এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। বর্তমানে বাজাজ তাদের নতুন ডিলারশীপ নিয়োগ দিচ্ছে। 

Bajaj Motorcycle

বাজাজ বাংলাদেশ নতুন ডিলারশীপ নিয়োগের বিজ্ঞাপন দেয়া হয়েছে


বাংলাদেশে অন্যতম লিডিং মোটরসাইকেল ব্র্যান্ড হচ্ছে বাজাজ। কমিউটার থেকে নেকেড স্পোর্টস সব সেগমেন্টেই বাজাজের বাইক রয়েছে। তবে বাজাজের স্পোর্টস সেগমেন্টের কোন বাইক নেই। 

বাজাজ বাংলাদেশে তাদের নতুন ডিলারশীপ দেয়ার জন্য বিজ্ঞাপন দেয়া হয়েছে। যদিও বাংলাদেশে তাদের ২৫০টির উপরে সার্ভিস সেন্টার রয়েছে। তাই কাস্টোমারদের চাহিদা পূরনের জন্য বাজাজ বাংলাদেশের ভিন্ন ভিন্ন স্থানে নতুন ডিলারশীপ নিয়োগ দিচ্ছে। 

এই ডিলারশীপ আবেদন গ্রহণ করা হবে আগামী ২০ অগাস্ট ২০২২ তারিখ পর্যন্ত। যদি আপনি বাজাজের ডিলারশীপ নিতে আগ্রহী হন, তবে আজ ই যোগাযোগ করুন।

Bajaj Motorcycle

অপরদিকে বাজাজ তাদের কাস্টোমারদের জন্য নিয়ে এসেছে কিস্তি সুবিধা। এখন থেকে বাজাজের যেকোন মোটরসাইকেল আপনি ৩৬ মাসের কিস্তিতে ক্রয় করতে পারবেন। আর কিস্তি সুবিধা হিসেবে ৮০% পর্যন্ত কিস্তি সুবিধা নিতে পারবেন। 

আপনি যদি কিস্তি সুবিধা সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তবে আপনি আপনার নিকটস্থ বাজাজ মোটরসাইকেল শোরুমে যোগাযোগ করুন। এছাড়া বাইকের সর্বশেষ দাম জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।