বাজাজ মোটরসাইকেল স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দিচ্ছে স্বাধীনতা দিবস অফার।মার্চ ২০২২
This page was last updated on 18-Aug-2025 02:47pm , By Arif Raihan Opu
বাজাজ মোটরসাইকেল স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দিচ্ছে স্বাধীনতা দিবস অফার। বাজাজ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি মোটরসাইকেল ব্র্যান্ড। বাজাজ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে তাদের কাস্টোমারদের জন্য নিয়ে এসেছে “স্বাধীনতা দিবস অফার মার্চ ২০২২”।
মূল বিষয় শুরু করার আগে আপনি যদি pulsar 150 price in bangladesh এর সর্ম্পকে বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ফ্যান পেজ ঘুরে দেখুন। তাছাড়া বাইক সম্পর্কিত যেকোন তথ্য পাবেন আমাদের ওয়েবসাইটে।

বাজাজ স্বাধীনতা দিবস অফার মার্চ ২০২২

উত্তরা মোটরস লিমিটেড বাংলাদেশে বাজাজ মোটরসাইকেল এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। বাজাজ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইন্ডিয়ান মোটরসাইকেল কোম্পানি। কমিউটার সেগমেন্টে বাজাজ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড হচ্ছে বাজাজ।
Also Read: Bajaj Discover 125 DTS-i (2012) Price in BD

বাজাজ ডিস্কভার, বাজাজ প্লাটিনা এবং বাজাজ সিটি১০০ মডেল গুলো বেশ জনপ্রিয়। বিশেষ ভাবে বাজাজ ডিস্কভার বাইকটি কমিউটার সেগমেন্টে বেশ জনপ্রিয়। এছাড়া ঢাকার বাইরে গ্রাম্য এলাকা গুলোতে বাজাজের কমিউটার বাইকের আলাদা একটা চাহিদা রয়েছে।
স্বাধীনতা দিবস অফার এ বাজাজ দিচ্ছে সর্বোচ্চ ১৩,০০০ টাকা পর্যন্ত ছাড়। এই অফারটি চলবে পুরো মার্চ মাস জুড়ে।
বাজাজ স্বাধীনতা দিবস অফার – মার্চ ২০২২
Model | Old Price | New Price |
Pulsar NS160 ABS | 2,19,000 | 2,06,000 |
Avenger 160 ABS | 2,30,500 | 2,26,500 |
Pulsar 150 Twin Disc ABS | 1,99,900 | 1,96,900 |
Pulsar 150 Twin Disc (Glossy) | 1,84,000 | 1,81,000 |
Pulsar 150 Single Disc (Glossy) | 1,73,000 | 1,70,000 |
Discover 125 Disc | 1,36,000 | 1,31,000 |
Discover 110 Disc | 1,20,500 | 1,17,500 |
Platine 110 H Gear | 1,12,000 | 1,08,000 |
Platine 100 ES | 1,03,000 | 99,000 |
CT 100 ES | 97,500 | 93,000 |
Also Read: Bajaj Discover DTS-i (2006) Price in BD
বাজাজের সবচেয়ে জনপ্রিয় মডেল হচ্ছে পালসার। পালসার লঞ্চ হবার পর থেকেই এই মডেলটি বেশ জনপ্রিয়তা পায়। এই পালসার মডেলটি সর্ব প্রথম লঞ্চ হয় ২০০১ সালের নভেম্বরে। প্রথম জেনারেশনের পালসার ছিল ১৫০/১৮০সিসি দুটি ভাল্ব, এয়ার কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার, ফোর স্ট্রোক ইঞ্জিন, যা থেকে ১২/১৫ বিএইচপি শক্তি উৎপন্ন হয়ে থাকে।
Click To See Bajaj Pulsar NS160 Test Ride Review
Also Read: Bajaj Pulsar 220 DTS-Fi (2007) Price in BD
ধীরে ধীরে পালসার অনেক বেশি জনপ্রিয়তা পায়। এরপর বাইকটিতে বাজাজ ধীরে ধীরে অনেক পরিবর্তন নিয়ে আসে। অনেক ধরনের ফিচার্স ও ডিজাইন যুক্ত করেছে। বর্তমানে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নেকেড স্পোর্টস বাইক হচ্ছে Bajaj Pulsar NS160।
বিক্রয়ের দিক থেকে বাজাজ বর্তমানে বাংলাদেশের অন্যতম একটি লিডিং কোম্পানি। ১৫০/১৬০ সিসি সেগমেন্টে পালসার অন্যতম বেশি বিক্রি হওয়া মডেল।
এছাড়া বাজাজের অন্যতম একটি অফার চলছে, অফারটি হচ্ছে বাজাজ এক্সচেঞ্জ অফার। এই অফারটি শুরু হয়েছে ২০ মার্চ ২০২২ থেকে চলবে ৩০ মার্চ ২০২২ পর্যন্ত। তাই আপনার পুরাতন বাইকটি পরিবর্তন করে নতুন বাজাজ বাইক নিয়ে নিন দ্রুত। ধন্যবাদ।
