যাত্রা হোক নিরাপদে, সাশ্রয়ী বাজাজ বাইকের সাথে - ৫,০০০ টাকা ছাড়
This page was last updated on 28-Jul-2024 04:06pm , By Raihan Opu Bangla
বাজাজ বাংলাদেশের অন্যতম মোটরসাইকেল ব্র্যান্ড এবং সেলস এর দিক থেকেও তারা অনেক বেশি এগিয়ে রয়েছে। বাজাজ কমিউটার সেগমেন্টের মোটরসাইকেল এর জন্য অনেক জনপ্রিয়। তারা নিয়ে এসেছে "যাত্রা হোক নিরাপদে, সাশ্রয়ী বাজাজ বাইকের সাথে"। তারা দিচ্ছে ৫,০০০/- টাকার ছাড়া।
যাত্রা হোক নিরাপদে, সাশ্রয়ী বাজাজ বাইকের সাথে
বাজাজ তাদের দুটি জনপ্রিয় কমিউটার সেগমেন্টের বাইকে দিচ্ছে ৫,০০০/- টাকা পর্যন্ত ছাড়া। বাইক দুটি হচ্ছে একটি বাজাজ সিটি ১০০ ইএস এবং অপরটি হচ্ছে বাজাজ প্লাটিনা ১১০ ইএস। বর্তমানে ৫,০০০/- টাকা ছাড়ের পর সিটি ১০০ ইএস বাইকটির দাম হচ্ছে ৯০,৫০০/- এবং প্লাটিনা ১১০ ইএস বাইকটির দাম হচ্ছে ৯৬,৫০০/- টাকা।
Bajaj CT100 ES বাইকটিতে দেয়া হয়েছে ৯৯.৭ সিসি, ফোর স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার, ExhausTEC এয়ার কুল্ড ইঞ্জিন। ইঞ্জিনটি CDI এবং দুটি ভাল্ব যুক্ত, যা থেকে 8.02 PS @7500 RPM & 8.05 Nm @ 4500 RPM শক্তি উৎপন্ন করতে সক্ষম। বাইকটির ফিচার্স এর মধ্যে রয়েছে প্রশস্ত সিট, টেলিস্কোপিক হাইড্রোলিক ফ্রন্ট সাসপেনশন এবং SNS রেয়ার সাসপেনশন।
অপর দিকে Bajaj Platina 110 ES বাইকটি ডিজাইন ও লুকসের দিক থেকে কমিউটার বাইকের মধ্যে বেশি জনপ্রিয়। বাইকটিতে দেয়া হয়েছে ৯৯ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড, OHC, দুটি ভাল্ব, DTS-i ইঞ্জিন।
এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ 8.2Ps এবং 8.6 Nm টর্ক উৎপন্ন করতে পারে। দেশজুড়ে ৪০০ টিরও বেশি শোরুম এবং ডিলার পয়েন্ট থেকে সহজেই ক্রয় করতে পারবেন বাজাজ মোটরসাইকেল। এছাড়াও অনলাইন বুকিং এবং হোম ডেলিভারি সুবিধা তো থাকছেই।
আবার সম্প্রতি বাজাজ তাদের ১৫০ ও ১৬০ সিসি সেগমেন্টে দুটি নতুন মডেল লঞ্চ করেছে। একটি হচ্ছে Bajaj Pulsar 150 Twin Disc ABS এবং অপরটি হচ্ছে Bajaj Pulsar NS160 Refresh।
Bajaj Pulsar 150 Twin Disc এবিএস বাইকটিতে নতুন ভাবে সংযুক্ত করা হয়েছে এবিএস এবং নতুন এই বাইকটিতে দেয়া হয়েছে ১৫০সিসি এয়ার কুলিং ইঞ্জিনের সাথে DTS-i প্রযুক্তি। এই ইঞ্জিন থেকে 13.8 BHP @ 8000 RPM & 13.4 NM of Torque @ 6000 RPM পর্যন্ত ক্ষমতা উৎপন্ন করতে পারে।
অপর দিকে বাজাজ নিয়ে এসেছে Bajaj Pulsar NS160 Refresh, যদিও বাইকটিতে তেমন কোন ধরনের কোন পরিবর্তন আনা হয়নি। শুধু মাত্র গ্রাফিক্স ও কালারের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন নিয়ে আসা হয়েছে। খুব শীঘ্রই আমরা এই বাইকটির ফার্স্ট ইম্প্রেশন আমাদের বাইকবিডি ইউটিউব চ্যানেল প্রকাশ করব। তাই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।