বাইকার ব্রাদারস অফ কুমিল্লা এর উদ্যোগে আয়োজিত হল মেগা ক্যাম্পিং!

This page was last updated on 31-Jul-2024 10:13am , By Raihan Opu Bangla

বাইকার ব্রাদারস অফ কুমিল্লা আয়োজন করেছিল দুদিন ব্যাপি মেগা ক্যাম্পিং ইভেন্ট। ইভেন্টটি অনুষ্ঠিত হয় গত ২৪ ও ২৫ ডিসেম্বর ২০২১ তারিখে, কুমিল্লায় অবস্থিত লেক ল্যান্ড পার্কে এই আয়োজনটি করা হয়।

এই দুই দিনের ইভেন্টে ৫০০+ বাইকার ও বাইক লাভার এই ইভেন্টে যোগ দান করেন। পুরো বাংলাদেশের থেকে বাইকার ও বাইকপ্রেমীরা এখানে এসে জড়ো হয়েছিলেন। অনেক বাইকপ্রেমী আছেন যারা অনেক দূর থেকে এসেছিলেন, তাই তারা বাইকের বদলে গাড়িতে এসেছিলেন।biker brothers of cumilla mega campaign 2021 বাইকার ব্রাদারস অফ কুমিল্লাগত ৬ বছর ধরে এই মেগা ক্যাম্পিং আয়োজন করে যাচ্ছে বাইকার ব্রাদারস অফ কুমিল্লা। প্রতি বছরই বাংলাদেশের ভিন্ন ভিন্ন স্থান থেকে বাইকাররা এই আয়োজনে অংশ গ্রহণ করে থাকেন। এই প্রোগ্রামটি বাইকারদের জন্য এক প্রকার গেট টুগেদারও ও বলা যায়। তাই সবাই প্রতি বছর এই আয়োজনের জন্য অপেক্ষা করে থাকেন।

Way To The Longest Sea Beach In The World

এই আয়োজনে অংশ গ্রহনের জন্য বাইকার ও বাইকপ্রেমীরা ২৩শে ডিসেম্বর ২০২১ তারিখ রাতেই প্রোগ্রাম স্থানে আসতে শুরু করেন। ভলান্টিয়াররা তাদের সবাইকে নির্দিষ্ট স্থানে বাইক ও তাবু থাকার ব্যবস্থা করে রেখেছিলেন আগেই।

বাইকার ব্রাদারস অফ কুমিল্লা এর আমন্ত্রণে দেশের বিভিন্ন স্থান থেকে বাইকাররা এই প্রোগ্রামে এসে উপস্থিত হন। এই প্রোগ্রামে যোগদানের জন্য বাইকারদের কোন ধরনের কোন রেজিস্ট্রেশন বা ফি দিতে হয়নি। সম্পূর্ন রূপে বাইকার ব্রাদারস অফ কুমিল্লা এই আয়োজন করে ছিল।biker brothers of cumilla eventদুদিনের এই প্রোগ্রামে বাইকারদের জন্য নানা ধরনের আয়োজন ছিল। এই আয়োজনের মধ্যে ছিল গেমই শো, লাইট শো, বাইকারদের অভিজ্ঞতা শেয়ার করা, ও রাতের ক্যাম্প ফায়ার। যা বাইকারদের অনেক আনন্দিত করেছে এবং কিছু সময়ের জন্য সব কিছু থেকে তাদের কে রিফ্রেশমেন্ট এনে দিয়েছে।

এছাড়া রাতের আয়োজনে বাইকারদের আরও ছিল গান। তারা নিজেরাই গান পরিবেশন করেছেন। তবে এই আয়োজন করা হয়েছিল শহরের বাইরে একটি সুন্দর সবুজ জায়গাতে। যেখানে গিয়ে বাইকারদের মন প্রশান্ত হয়েছে। তারা শহরের ধুলাবালি ও জ্যাম, ও কাজের থেকে নিজের একটু আলাদা করে সময় দিয়েছে। যা তাদের আবার নতুন করে প্রানবন্ত করে তুলেছে।BBC campingমেগা ক্যামিং শেষ হয় ২৫শে ডিসেম্বর ২০২১ সকালে। বাইকাররা এই স্থান ত্যাগ করার আগে স্থানটিকে তারা পরিস্কার পরিচ্ছন করে তোলেন, যাতে করে পরিবেশ দূষণ না হয়। তবে এই প্রোগ্রামে যুক্ত হতে পেরে সবাই অনেক খুশি। যদিও টিম বাইকবিডি এবার যোগ দান করে পারেনি। তবে আমরা আশা করছি আগামী প্রোগ্রামে আমরাও তাদের সাথে যুক্ত হতে পারব।

আমরা আরও আশা করছি যে বাইকার ব্রাদারস অফ কুমিল্লা প্রতি বছর বাইকারদের জন্য এই ধরনের আয়োজন করবে। বাইকারদের মধ্যে ভাতৃত্ববোধ তৈরি হবে এমন আশাও আমরা করছি। ধন্যবাদ সবাইকে যারা আয়োজন করেছেন এবং যারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন।

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Upcoming Bikes

Zontes 703 RR

Zontes 703 RR

Price: 0.00

I-am RAPID

I-am RAPID

Price: 0.00

Salida ZL 9

Salida ZL 9

Price: 0.00

View all Upcoming Bikes