বাংলাদেশে উদ্বোধন হল সুজুকির সবচেয়ে বড় সার্ভিস এরিয়া
This page was last updated on 01-Nov-2025 12:14pm , By Arif Raihan Opu
মোটরসাইকেল ক্রয়ের আগে আমাদের সবার একটা ব্যাপারে বেশ চিন্তা করতে হয় আর সেটা হচ্ছে মোটরসাইকেলের সার্ভিস। বাংলাদেশে প্রতিটি মোটরসাইকেল কোম্পানি তাদের সার্ভিস মান উন্নয়নে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকে। বিশেষ ভাবে কাস্টমারদের চাহিদা মাথায় রেখে তারা তাদের সার্ভিসের মান ও পরিবর্তন করে থাকে।
উদ্বোধন হল সুজুকির সবচেয়ে বড় সার্ভিস সেন্টার


সার্ভিসের ক্ষেত্রে অফিশিয়াল সার্ভিস সেন্টারের উপর বাইকাররা বেশি ভরসা করে থাকেন। তাদের মোটরসাইকেল গুলো মুলত অফিশিয়াল সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করানোতেই বাইকাররা স্বাচ্ছন্দবোধ করেন। আর সেই লক্ষ্যে সুজুকি মোটরসাইকেল বাংলাদেশ তাদের সার্ভিসে নিয়ে এসেছে নতুন মাত্রা।
বাংলাদেশে সুজুকি মোটরসাইকেলের একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ও ম্যানুফ্যাকচারার Rancon Motorbikes Ltd. রাজধানীর তেজগাঁওয়ে উদ্বোধন করেছে দেশের সবচেয়ে বড় মোটরসাইকেল সার্ভিস সেন্টার — “Suzuki Biggest Service Arena”।

আরও পড়ুনঃ বাংলাদেশে সকল মোটরসাইকেলের দাম
২২,০০০ স্কোয়ার ফিট জায়গা জুড়ে নির্মিত এই সার্ভিস সেন্টারটি শুধু সুজুকির জন্যই নয়, বরং সব মোটরসাইকেল ব্র্যান্ডের মধ্যেও বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সার্ভিস ফ্যাসিলিটি হিসেবে স্থান করে নিয়েছে।


সার্ভিস সেন্টারটিতে রয়েছে —
- ৩০টি সার্ভিস বে,
- বৃহৎ স্পেয়ার পার্টস স্টক,
- আরামদায়ক কাস্টমার ওয়েটিং জোন।
শুধু তাই নয়, এটি একটি পূর্ণাঙ্গ বাইক এক্সপেরিয়েন্স হাব, যেখানে রয়েছে —
- Suzuki Riding Academy,
- Suzuki Technical School,
- নতুন বাইক Test Ride Zone

মোটরসাইকেলের আফটার সেলস সার্ভিসে নতুন দিগন্ত উন্মোচন করে এই সুজুকি সার্ভিস সেন্টার নিঃসন্দেহে বাংলাদেশের অটোমোটিভ খাতে একটি আইকনিক মাইলস্টোন হয়ে উঠবে।
ঠিকানাঃ ৬৭, শহীদ আজিজ হল রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা-১২০৮