বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চ হল ইয়াদিয়া ইলেক্ট্রিক স্কুটার

This page was last updated on 12-Jan-2025 08:54pm , By Raihan Opu Bangla

Pursang E-Tracker Price In Bangladesh (Jan 2025)বাংলাদেশে ইলেক্ট্রিক স্কুটার বর্তমানে এত বেশি জনপ্রিয় নয়। সাধারণত ইলেক্ট্রিক স্কুটারের চার্জ নিয়ে অনেকেই সমস্যা পরেন বলে এই স্কুটারটি এখনও সেভাবে জনপ্রিয়তা পায়নি। ঠিক এই সময়ে রানার গ্রুপ বাংলাদেশে লঞ্চ করেছে ইয়াদিয়া ইলেক্ট্রিক স্কুটার

এই স্কুটার ব্র্যান্ডটি পৃথিবীর অন্যতম জনপ্রিয় একটি ইলেক্ট্রিক স্কুটার ব্র্যান্ড। বাংলাদেশে ইয়াদিয়া এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে রানার অটোমোবাইল পিএলসি।

Also Read: M2GO Civitas Price in BD - BikeBD

রানার গ্রুপের হেড-অফিসে এক অনারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করলো ইয়াদিয়া ই-স্কুটার। বর্তমানে ব্র্যান্ডটি "ইয়াদিয়া টি-ফাইভ" ও "ইয়াদিয়া এম-সিক্স" নামে দুটি মডেল বাজারে নিয়ে এসেছে। ইয়াদিয়া ই-স্কুটারের বাংলাদেশে একমাত্র পরিবেশক রানার অটোমোবাইলস পিএলসি।

Also Read: Exploit 3043 Price in Bangladesh | BikeBD

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে ইয়াদিয়ার ক্যাটাগরি ব্যবস্থাপক জুবায়ের আরাফাত স্কুটার গুলোর কার্যকারিতা এবং সাশ্রয়ী ব্যবহারের বিষয়গুলো তুলে ধরেন।

 বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চ হল ইয়াদিয়া ইলেক্ট্রিক স্কুটার

Also Read: Pursang E-Tracker Price In Bangladesh

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইয়াদিয়ার দক্ষিণ-পূর্ব এশিয়ার সেলস্ ডিরেক্টর জ্যাক দাই, রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, রানার গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মোজাম্মেল হোসাইন, রানার অটোমোবাইলস পিএলসি এর ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও সুবীর চৌধুরীসহ রানারের সকল ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ।

Also Read: Seeka Smak Price In BD

যদিও বাংলাদেশে ইলেক্ট্রিক স্কুটার চার্জ করা নিয়ে সেভাবে কাজ করা হয়নি। তবে আমরা আশা করছি চার্জিং পয়েন্ট দ্রুত করা হবে। ঢাকা এবং এর আসে পাশে চার্জিং পয়েন্ট স্থাপনে কাজ করা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। 

yedea-scooter-in-bangladesh-electric-scooter

ইলেক্ট্রিক স্কুটারের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কম খরচে আপনার দৈনন্দিন যাতায়াতের সমস্যা সমাধান হয়ে যাবে। এছাড়া মেইনটেনেন্স খরচ অনেক কম। রাইড করা সহজ। সব মিলিয়ে হাইওয়েতে না হলেও শহরের রাস্তায় ও ছোট দুরত্বে আপনাদের জন্য সহজ বাহন হতে পারে ইয়াদিয়া স্কুটার। ধন্যবাদ।