বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চ হল ভেগা হেলমেট

This page was last updated on 25-Oct-2022 05:32am , By Raihan Opu Bangla

মোটরসাইকেলের গুরুত্বপূর্ন সেফটি গিয়ার হচ্ছে হেলমেট। একটি ভালমানের হেলমেট রাইডারের জীবন বাচিয়ে দিতে সক্ষম। কিন্তু একটি ভালো মানের সার্টিফাইড হেলমেট অনেক দামী হয়ে থাকে। তবে বাজেটের ভেতরও কিছু সার্টিফাইড হেলমেট রয়েছে। 

ভলকান লাইফ স্টাইল বাংলাদেশের অন্যতম মোটরসাইকেল এক্সেসরিজ ব্র্যান্ড শপ। তারা ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের অনেক মোটরসাইকেল এক্সেসরিজ আমদানী করে থাকে। বর্তমানে HJC, AXXIS, AXOR সহ অনেক নামী হেলমেট ব্র্যান্ডের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর।

সম্প্রতি তারা ভেগা হেলমেট এর সাথে যুক্ত হয়েছে। ভলকান লাইফ স্টাইল বাংলাদেশে ভেগা হেলমেটের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হিসেবে যুক্ত হয়েছে।

কিছু দিন আগেও বাংলাদেশে বাজেটের ভেতর ভালো মানের হেলমেট খুব কম পাওয়া যায়। তবে এখন বাজেটের ভেতর ভালো মানের অনেক হেলমেট পাওয়া যাচ্ছে। এর মধ্যে ভেগা হেলমেট অন্যতম। 

যদিও ভেগা হেলমেট আগে অফিশিয়াল নিয়ে আসা হত না। তবে এখন থেকে ভেগা হেলমেট ভালকান লাইস স্টাইল বাংলাদেশে নিয়ে আসবে। 

আমরা আশা করছি এটি বাংলাদেশের বাইকারদের জন্য বাজেটের ভেতর ভেগা হেলমেট অনেক ভাল একটি অপশন হবে। তাছাড়া এটি ECE এবং ডট সার্টিফাইড তাই এর সেফটি নিয়েও কোন ধরনের কম্প্রমাইজের প্রশ্ন আসে না। 

তাই আপনি যদি বাজেটের ভেতর সার্টিফাইড হেলমেট ব্যবহার করতে চান তবে ভেগা হেলমেট ব্যবহার করতে পারেন। ভেগা হেলমেট এর প্রাইস ও ফিচার্স সম্পর্কে জানতে ভলকান লাইফ স্টাইলের ওয়েব সাইট অথবা ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।

Upcoming Bikes

KTM RC 250

KTM RC 250

Price: 0

ZEEHO AE6

ZEEHO AE6

Price: 0

ZEEHO AE8 SE

ZEEHO AE8 SE

Price: 0

View all Upcoming Bikes