বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চ হল কিউজে মোটরসাইকেল

This page was last updated on 01-May-2025 04:00pm , By Raihan Opu Bangla

অবশেষে বাংলাদেশে লঞ্চ হয়ে গেল জনপ্রিয় চাইনিজ মোটরসাইকেল ব্র্যান্ড, QJMOTOR। ৯ম ঢাকা বাইক শো ২০২৫ এর প্রথম দিনে স্পিডোজ লিমিটেড এর হাত ধরে বাংলাদেশে লঞ্চ হল কিউজে মোটরস।

বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চ হল কিউজে মোটরস

qjmotor-officially-launched-in-bangladesh

স্পিডোজ লিমিটেড এক দারূণ জমকালো আয়োজনের মাধ্যমে বাংলাদেশে লঞ্চ করল নতুন ব্র্যান্ড কিউজে মোটরস। এই লঞ্চিং অনুষ্ঠানে বাইকার্স এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। 

Also Read: QJMOTOR Bike Price In Bangladesh

এই লঞ্চিং অনুষ্ঠানে তারা দুটি মডেলের মোটরসাইকেল লঞ্চ করেছে। একটি হচ্ছে নেকেড স্পোর্টস সেগমেন্টের QJMOTOR SRK 180। বাইকটি লুকস, ডিজাইন এবং ইঞ্জিন পাওয়ার এর ক্ষেত্রে এই সেগমেন্টের অন্যতম মোটরসাইকেল মডেল হবে বলে আমরা আশা করছি। 

লঞ্চিং এ এই বাইকটির দাম রাখা হয়েছে ২,৫৯,৯৯৯ টাকা।

অপর বাইকটি হচ্ছে ক্রুজার সেগমেন্টের। এই নতুন ক্রুজার বাইকটি হচ্ছে QJMOTOR X Rider SRV 160। ক্রুজার প্রেমীদের জন্য এই বাইকটি হতে পারে অন্যতম একটি পছন্দ। লুকস, স্টাইল, ডিজাইন এবং ইঞ্জিন সব দিক থেকে এই বাইকটি ক্রুজার প্রেমীদের জন্য দারূণ একটি অপশন। 

এই বাইকটির দাম রাখা হয়েছে ২,৩৯,৯৯৯ টাকা। 

QJMOTOR এর উর্ধ্বতন কর্মকর্তা, স্পিডোজ লিমিটেড এর কর্মকর্তা সহ সাধারন দর্শক এবং বাইকাররা এই লঞ্চিং এ উপস্থিত ছিলেন। এছাড়া টিম বাইকবিডি এর সকল সদস্যসহ সকলেই এই লঞ্চিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

Also Read: Bike Price In Bangladesh

এছাড়া বাইক দুটি সম্পর্কে বিস্তারিত জানতে অথবা কিউজে মোটর সম্পর্কে জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করতে পারেন। ধন্যবাদ।