টিভিএস মোটরসাইকেল স্বাধীনতা উৎসব ক্যাশব্যাক অফার ২০২৪
This page was last updated on 01-Aug-2024 04:52am , By Raihan Opu Bangla
কমিউটার সেগমেন্টে বাংলাদেশের জনপ্রিয় ব্র্যান্ড হচ্ছে টিভিএস মোটরসাইকেল। তবে টিভিএস সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে তাদের Apache RTR সিরিজ এর কারনে। টিভিএস মোটরসাইকেল বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে তাদের কাস্টোমারদের জন্য নিয়ে এসেছে দারূন এক ক্যাশব্যাক অফার।
টিভিএস মোটরসাইকেল তাদের কাস্টোমারদের জন্য বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নিয়ে এসেছে “টিভিএস স্বাধীনতা উৎসব ক্যাশব্যাক অফার ২০২৪”। এই অফারে রয়েছে সর্বোচ্চ ৮০০০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার।
এই অফারে টিভিএস তাদের জনপ্রিয় সব মডেল গুলোর উপর দিচ্ছে আকর্ষণীয় ক্যাশব্যাক অফার। টিভিএস এর সবচেয়ে জনপ্রিয় সিরিজ হচ্ছে TVS Apache RTR সিরিজ। এই সিরিজের নেকেড স্পোর্টস TVS Apache RTR 160 4V সিরিজের এবিএস, সিঙ্গেল ও ডুয়েল ডিস্ক ভার্সনেও দেয়া হচ্ছে ক্যাশব্যাক অফার।
এছাড়া ১২৫সিসি সেগমেন্টের সবচেয়ে স্টাইলিশ ও ফিচার্স সমৃদ্ধ মোটরসাইকেল TVS Raider 125 বাইকটিতে দেয়া হচ্ছে আকর্ষণীয় ক্যাশব্যাক। এই বাইকটিতে দেয়া হচ্ছে ৩,০০০/- টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার।
কমিউটার সেগমেন্টের জনপ্রিয় মোটরসাইকেল মডেল হচ্ছে TVS Metro, এই বাইকটির ডিস্ক ও ড্রাম ব্রেক ভার্সন দুটিতেই দেয়া হচ্ছে ৩০০০ ও ৫০০০ টাকার ক্যাশব্যাক।
এছাড়া এপ্যাচি সিরিজের ২ভি ভার্সনেও রয়েছে আকর্ষণীয় ক্যাশব্যাক। আর সকল ক্যাশব্যাক উপভোগ করতে যোগাযোগ করুন টিভিএস মোটরসাইকেল এর অফিশিয়াল শোরুমে।
বাইকের সর্বশেষ দাম, সাম্প্রতিক খবরসহ সকল তথ্য ও খবরের জন্য আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।