টিভিএস নিয়ে এসেছে ৬মাসের ০% ইন্টারেস্ট রেট কিস্তি সুবিধা
This page was last updated on 31-Jul-2024 05:11pm , By Raihan Opu Bangla
টিভিএস বাংলাদেশ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড। TVS Bangladesh তাদের বাইকারদের জন্য দারূণ একটি অফার নিয়ে হাজির হয়েছে। টিভিএস দিচ্ছে ৬মাসের কিস্তি সুবিধাসহ ০% ইন্টারেস্ট রেট।
ইন্ডিয়ান মোটরসাইকেল ব্র্যান্ড গুলোর মধ্যে টিভিএস অনেক জনপ্রিয়। বাংলাদেশে টিভিএস সবচেয়ে জনপ্রিয় তাদের RTR সিরিজের কারণে। বাংলাদেশে RTR সিরিজ অনেক জনপ্রিয় একটি মডেল।
বাংলাদেশে নেকেড স্ট্রিট স্পোর্টস সেগমেন্ট অনেক জনপ্রিয় একটি সেগমেন্ট। এই সেগমেন্টে RTR সিরিজ অনেক জনপ্রিয় একটি মডেল। বিশেষ ভাবে তরুণ প্রজন্মের কাছে এই বাইক সিরিজটি অনেক জনপ্রিয়।
Also Read: টিভিএস ম্যাক্স ১২৫ ফিচার রিভিউ
RTR সিরিজের অন্যতম জনপ্রিয় বাইক হচ্ছে Apache RTR 160 4V, বাইকটি তরুণ প্রজন্মের কাছে অনেক জনপ্রিয়। এই লুকস, স্টাইল এবং ডিজাইনের দিক থেকে নেকেড স্ট্রিট স্পোর্টস সেগমেন্টে এর প্রতিযোগীদের চেয়ে এগিয়ে রয়েছে।
সম্প্রতি বাংলাদেশে টিভিএস তাদের লাইন আপে যুক্ত করেছে TVS Raider 125। এই বাইকটিও লুকস, স্টাইল এবং ডিজাইনের দিক থেকে ইউনিক। টিভিএস এই বাইকটির জন্য আয়োজন করেছে টেস্ট রাইড ইভেন্ট।
আগামী ১৪ই অক্টোবর ২০২২ তারিখে মিরপুর কলেজ সংলগ্ন সেকশন-২ এর মাঠে এই টেস্ট রাইড আয়োজন করা হয়েছে। সকাল ১০:৩০ থেকে বিকাল ০৫:৩০ পর্যন্ত এই টেস্ট রাইড ইভেন্ট চলবে।
টিভিএস রাইডার বাইকটি লঞ্চ হবার পর থেকেই বাইকটি বাইকারদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। বাইকটির ইউনিক লুকস, ডিজাইন, স্টাইল এবং ফিচার্স বাইকটিকে অনেক আকর্ষণীয় করে তুলেছে।
Also Read: টিভিএস স্বাধীনতা উৎসব - রেজিস্ট্রেশন ডিস্কাউন্ট অফার
এছাড়া এই বাইকটির ইঞ্জিনের পাওয়ার ১২৫সিসি সেগমেন্টে এর প্রতিযোগীদের চেয়ে অনেক বেশি। টিভিএস এই বাইকটিতে দিয়েছে ১২৪.৮ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, থ্রি-ভালব ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ ১১বিএইচপি এবং ১১.২এনএম টর্ক শক্তি উৎপন্ন করতে সক্ষম। ইঞ্জিনের এই ক্ষমতা ট্রান্সমিশনের ক্ষেত্রে যুক্ত করা হয়েছে ৫ স্পিড গিয়ারবক্স।
যদি আপনি কিস্তি সুবিধা নিয়ে টিভিএস এর মোটরসাইকেল ক্রয় করতে চান, তবে সরাসরি TVS Showroom এ শোরুমে যোগাযোগ করতে পারেন। এছাড়া টিভিএস রাইডার টেস্ট রাইড করতে পারেন মিরপুর কলেজ মাঠে টেস্ট রাইড ইভেন্টে। ধন্যবাদ।