গ্রুপ রাইডিং এর সময় কিভাবে নিরাপদে মোটরসাইকেল চালাবেন ?

This page was last updated on 31-Dec-2024 06:22pm , By Ashik Mahmud Bangla

বন্ধুরা হল আমাদের জীবনের এক অমূল্য উপহার । আমরা অধিকাংশ সময় তাদের সাথে কাটায় এবং আরো অনেক কিছুই আমরা বন্ধুদের সাথে করি । এ সবকিছুর মধ্যে বাইক চালকদের জন্য গ্রুপ রাইডিং এর চেয়ে উত্তেজক আর কিছু হতে পারে না! 

গ্রুপ রাইডিং এর সময় কিভাবে নিরাপদে মোটরসাইকেল চালাবেন?

বন্ধুদের সাথে দলগতভাবে ভ্রমণ করা অত্যন্ত আনন্দের এবং এতে কিছুটা প্রতিযোগিতারও ঝাঁজ থাকে । কিন্তু তার মানে এই নয় যে গ্রুপ রাইডিং সময় আমরা আমাদের নিরাপত্তার ব্যাপারে ছাড় দেব কারণ অনেকেই গ্রুপ রাইডিং সময় মারাত্মক দুর্ঘটনায় পড়েছে । তাই এখানে গ্রুপ রাইডিং এর সময় অনুসরন করার জন্য কিছু কৌশল দেয়া হল যেগুলো দলগত ভ্রমণের সময় অবশ্যই অনুসরন করা উচিত ।

Group Riding

নিচে আপনার নিরাপত্তার জন্য নিয়মগুলো দেয়া হলঃ

১. দলগত ভ্রমণ শুরু করার আগে সদস্যদের রাস্তায় কিভাবে যোগাযোগ করবে তা ঠিক করে নিতে হবে ।

২. যখন বাইক চালাবেন কখনো আপনার সামনের বাইকের দিকে তাকিয়ে থাকবেন না কারণ আপনি যদি আপনার সামনের বাইকের স্টিয়ারিং এর দিকে তাকিয়ে থাকেন তাহলে সে যদি দুর্ঘটনায় পড়ে আপনিও দুর্ঘটনায় পড়বেন । আপনি সামনের বাইক চালক হতে সবসময় ২ সেকেন্ডের দূরত্ব রাখবেন কারণ তার যদি খারাপ কিছু ঘটে তাহলে আপনি অন্তত তাকে সাহায্য করতে পারবেন এবং সেই সাথে আপনাকেও সে সমস্যায় পড়তে হবে না । আপনি অন্যদের থেকেও সাহায্য চাওয়ার সময় পাবেন ।

motorcycle group riding tips

৩. আপনাদের অবশ্যই একটি কোহেসিভ অবস্থা বজায় রাখতে হবে । কোহেসিভ অবস্থা বলতে আমি বুঝাচ্ছি যে, কোন চালকই যেন তাদের বাইক পাশাপাশি না চালায় । রাস্তায় তাদের মধ্যে কিছুটা দূরত্ব রাখা উচিত কারণ একজনের পর একজন চালানো সবচেয়ে নিরাপদ । এভাবে চালালে তারা ভালোভাবে দেখতে পাবে, নিরাপত্তার সাথে চালাতে পারবে এবং এতে কোন ঝুঁকি থাকবে না ।

Also Read: All Motorcycle Group Riding Tips In Bangladesh

. যেটা আমি প্রথমেই বলেছি যে দলগতভাবে চালালে প্রতিযোগিতার আবহ থাকে । কিন্তু এই প্রতিযোগিতার আবহের কারণে আপনি ফাঁদে পড়তে পারেন না কারণ আপনি যদি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তাহলে আপনাকে গতি বাড়াতে হবে । ফলাফলস্বরূপ আপনি দুর্ঘটনায় পড়তে পারেন । সাধারন রাস্তায় আপনি কখনো আপনার ড্রাইভিং স্কিল প্রদর্শন করবেন না এবং কখনো বেশি গতিতে বাইক চালাবেন না ।

bike race

. দলগতভাবে চালানোর সময় আবহাওয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । গরমকালে দিনের মাঝামাঝি সময়ে ভ্রমণ পরিহার করুন কারণ এ সময় তীব্র রোঁদ থাকে এবং হেলমেটের কারণে আপনি দ্রুত ক্লান্ত হয়ে পড়বেন এমনকি অসুস্থও হয়ে যেতে পারেন ফলে আপনি ভ্রমণটি উপভোগ করতে পারবেন না । কিন্তু শীতকালে এর উল্টোটি করার চেষ্টা করুন অর্থাৎ দিনের মাঝামাঝি সময়ে ভ্রমণ করার চেষ্টা করুন । 

Also Read: গ্রুপ বাইক রাইডিং এর সময় নিরাপদে বাইক রাইড করার টিপস সমূহ

কারণ শীতকালে সাধারনত সূর্য থাকেনা এবং আবাহাওয়াও ঠাণ্ডা থাকে । কিন্তু শীতকালে আপনাকে কুয়াশা নিয়ে সতর্ক থাকতে হবে কারণ এটা রাস্তাকে পিছলা করে দিতে পারে । যখন ভ্রমণটি নিয়ে আলোচনা করবেন তখনই ঠিক করে নিন এরকম কিছু হলে কি করবেন এবং প্রয়োজনে ভ্রমণটি বাতিল করে অন্যদিন করুন ।

motorcycle group riding tips

. দলগত ভ্রমণে হাতের সিগন্যাল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । প্রত্যেক চালকেরই হাতের সিগন্যাল বুঝতে হবে। কারণ দলগত ভ্রমনের সময় তারা খুব একটা শব্দও করতে পারে না ।

.যখন অন্য গাড়ি আপনাকে অতিক্রম করে যাবে তখন আপনার বাইকের গতি কমিয়ে গাড়িটিকে যেতে দিন এবং গাড়িটি হতে কিছুটা দূরত্ব রাখুন নইলে আপনি ও আপনার বন্ধুরা একটি বড় দুর্ঘটনায় পড়তে পারেন ।

Also Read: কিভাবে মোটরসাইকেলের একজন নিরাপদ যাত্রী হবেন

.সবসময় ভ্রমণ শুরু করার আগে আপনার বাইক চেক করে নিন । নতুবা এটা আপনাকে ভ্রমণের মাঝখানে থামিয়ে দেবে এবং আপনার জন্য সমস্যা সৃষ্টি করবে ।

৯. ট্রাফিক সিগন্যাল মেনে চলুন কারণ আপনি যদি সিগন্যাল না মানেন তাহলে বিপদে পড়তে পারেন ।

long ride

১০. যদি দলগত ভ্রমণের কোন পর্যায়ে আপনার খারাপ লাগে তবে দ্রুত  দল থেকে নিজেকে আলাদা করে নিন । কারণ আপনাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা একমাত্র আপনারই ।

তাই আপনি যদি দলগত ভ্রমণের এই নিয়মগুলো মেনে চলেন এবং যথেষ্ট আত্মবিশ্বাসী হন তাহলে সহজেই যেকোনো দুর্ঘটনা এড়াতে পারবেন ।

Latest Bikes

DUCASU SP 325R

DUCASU SP 325R

Price: 0

DUCASU SP 367RR

DUCASU SP 367RR

Price: 0

Ducasu CG2

Ducasu CG2

Price: 0

View all Sports Bikes

Upcoming Bikes

Liban Skygen

Liban Skygen

Price: 0

Jedi K333

Jedi K333

Price: 0

Yamaha R3 (2025)

Yamaha R3 (2025)

Price: 0

View all Upcoming Bikes