কিওয়ে ঈদ অফার ২০১৮

This page was last updated on 11-Jul-2024 04:06am , By Saleh Bangla

কিওয়ে মোটরসাইকেল বাংলাদেশের অন্যতম চায়নিজ মোটরসাইকেল ব্র্যান্ড । তারা ধীরে ধীরে মোটরসাইকেল মার্কেটে তাদের জনপ্রিয়তা বেড়েই চলেছে। যদিও তাদের কোন প্রিমিয়াম সেগমেন্টের বাইক নেই কিন্তু কমিউটার সেগমেন্টে তাদের বেশ ভাল কোয়ালিটির বাইক রয়েছে । এই রমজান এবং ঈদ উপলক্ষ্যে তারা তাদের বাইকের উপর অফার দিয়েছে । তারা তাদের চারটি মডেলের বাইকের উপর দিচ্ছে কিওয়ে ঈদ অফার ২০১৮

কিওয়ে মোটরসাইকেল ঈদ অফার

ModelPriceOffer Price
RKS 150 Sports CBS1,54,900Free Registration
RKS 1001,14,9001,09,900
RKS 1251,29,9001,24,900
Magnet 10092,90084,900

কিওয়ে আরকেএস ১৫০ স্পোর্টস বাংলাদেশের সর্বপ্রথম মোটরসাইকেল যে বাইকে সিবিএস দেওয়া হয়েছিল । বাইকটি ১৫০ সিসি ইঞ্জিনের বাইক । ইঞ্জিনে ফোর স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার, ডাবল ভাল্বস সাথে টাইটেনিয়াম কোটিং ইউরো ৩ গ্রেড দেওয়া হয়েছে ।

বাইকটির কুলিং সিস্টেম এয়ার কুল্ড । ইঞ্জিনটি প্রায় ১৩.৮ বিএইচপি @ ৯৫০০ আরপিএম এবং ১২.৮ এনএম টর্ক @ ৭৫০০ আরপিএম দিতে সক্ষম । বাইকটি কিক এবং ইলেক্ট্রিক দুইভাবেই চালু করা যায় । বাইকটিতে পাচটি গিয়ার সংযুক্ত করা হয়েছে সাথে ইঞ্জিনের ট্রান্সমিশন দেওয়া আছে । ফুয়েল সিস্টেম কার্বুরেটর । স্পিডোমিটার হল ডিজিটাল । ব্রেকিং সিস্টেম ফ্রন্টে ডিস্ক দেওয়া আছে সাথে সিবিএস । বাইকটির সর্ম্পকে আরো জানতে আমাদের কিওয়ে আরকেএস ১৫০ স্পোর্টস রিভিউ দেখে আসতে পারেন । rks-150-cbs-price-in-bangladesh-2018

 কিওয়ে তাদের কমিউটার বাইক গুলোরও দাম কমিয়েছে, য হল আরকেএস ১২৫, আরকেএস ১০০ এবং ম্যাগনেট । কিওয়ে আরকেএস ১২৫ হল ১২৫ সিসির কমিউটার বাইক । বাইকটি দেখতে বেশ সুন্দর এবং স্টাইলিশ । পাওয়ার এবং পার্ফমেন্স এর দিক দিয়ে বেশ ভাল বাইকটি এই সেগমেন্টের হিসেবে । ডিজাইন এবং স্টাইল এর দিক দিয়ে বাইকটি অনেকটা নেকেড স্পোর্টস বাইকের মত । কিওয়ে আরকেএস ১০০ হল ১০০ সিসি সেগমেন্টের বাইক । বাইকের ইঞ্জিনে ফোর স্ট্রোক , সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড ইঞ্জিন দেওয়া আছে । ইঞ্জিনটির ডিসপ্লেসমেন্ট ৯৯.৭ সিসি । বাইকটিতে চারটি গিয়ার বক্স সংযুক্ত করা হয়েছে । কিওয়ে ম্যাগনেট কিওয়ে এর আর একটি স্টাইলিশ মোটরসাইকেল । এই বাইকটিও ১০০ সেগমেন্টের বাইক । ফোর স্ট্রোক, এয়ার কুল্ড, ২ ভাল্বব দেওয়া আছে বাইকটিতে । বাইকটির সর্ম্পকে আরো জানতে আমাদের কিওয়ে ম্যাগনেট এর টেস্ট রাইড রিভিউ পড়তে পারেন । 

keeway-eid-offer-2018

 অবশেষে কিওয়ে তাদের বাইকের অফার নিয়ে এসেছে । প্রত্যেক মোটরসাইকেল ব্র্যান্ড তাদের বাইকের উপর রমজান এবং ঈদ অফার চালু করেছে । যদিও তারা কিওয়ে আরকেএস ১৫০ সিবিএস এর দাম কমায় নাই কিন্তু তারা এই মডেলের উপর ফ্রি রেজিষ্ট্রেশন এর সু্যোগ দিচ্ছে । এখন কিওয়ে অন্যান্য প্রতিদ্বন্দীর সাথে তাল মিলিয়ে চলতে পারবে কিওয়ে ঈদ অফার এর মাধ্যমে । খবর শোনা যাচ্ছে যে ঈদ এর পর বেনেলি টিএনটি ১৫০ এভেইলেব হবে ।

Latest Bikes

EVE E-Motorcycle

EVE E-Motorcycle

Price: 95000

EVE E-Scooter

EVE E-Scooter

Price: 85000

Revoo C32

Revoo C32

Price: 139900

View all Sports Bikes

Upcoming Bikes

TVS Ntorq 125 Fi

TVS Ntorq 125 Fi

Price: 229900

TVS Raider 125 Fi

TVS Raider 125 Fi

Price: 189900

Maxivo DK 350S

Maxivo DK 350S

Price: 0

View all Upcoming Bikes