কাওয়াসাকি বাংলাদেশ তাদের কাস্টোমারদের জন্য নিয়ে এসেছে ফ্রী সার্ভিস ফেস্ট
This page was last updated on 20-Jan-2025 02:04pm , By Raihan Opu Bangla
বিশ্বের সবচেয়ে দ্রুতগামী মোটরসাইকেলের কথা যখন আসে তখন সবাই আমরা জানি যে এটি Kawasaki Ninja H2R। কাওয়াসাকি সারা বিশ্বে উচ্চ-ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেল তৈরির জন্য সুপরিচিত। কাওয়াসাকি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় জাপনিজ ব্র্যান্ড মোটরসাইকেল কোম্পানি।
এশিয়ান মোটরবাইকস লিমিটেড ২০১৮ সাল থেকে বাংলাদেশে কাওয়াসাকি মোটরসাইকেলের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর। তারা বিভিন্ন ধরনের মোটরসাইকেল মডেল, বিক্রয়োত্তর সেবা এবং কাওয়াসাকি-জেনুইন এক্সেসরিজ এবং পোশাক সরবরাহ করে থাকে।
ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের মাস। ৯ মাসের স্বাধীনতা যুদ্ধের পর ১৯৭১ সালে বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জন করে।
বিজয়ের এই মাসে, কাওয়াসাকি বাংলাদেশ কাওয়াসাকি ব্যবহারকারীদের জন্য একটি অফার নিয়ে এসেছে। এই বিজয়ের মাসে, কাওয়াসাকি নিয়ে এসেছে ফ্রী সার্ভিস ফেস্ট এবং সেই সাথে দিচ্ছে খুচরা যন্ত্রাংশের উপর ১০ শতাংশ ফ্ল্যাট ছাড় দিচ্ছে। এই অফারটি পুরো ডিসেম্বর ২০২২ জুড়ে চলবে।
কাওয়াসাকির সবচেয়ে জনপ্রিয় মোটরসাইকেল মডেল হল Kawasaki Ninja 125 এবং KLX 150BF। কাওয়াসাকি নিনজা ১২৫ কে "বেবি নিনজা"ও বলা হয়। কাওয়াসাকি KLX 150BF বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ডার্ট বাইক।
আপনি যদি কাওয়াসাকি মোটরসাইকেল এবং অফার সম্পর্কে আরও জানতে চান, তাহলে আপনার নিকটস্থ কাওয়াসাকি মোটরসাইকেল শোরুমে যোগাযোগ করুন।। ধন্যবাদ.