কাওয়াসাকি বাংলাদেশ দিচ্ছে কাওয়াসাকি নিনজা ১২৫ এ ৫০০০০ টাকা ছাড়
This page was last updated on 07-Jan-2025 11:05am , By Raihan Opu Bangla
কাওয়াসাকি বাংলাদেশ দিচ্ছে কাওয়াসাকি নিনজা ১২৫ এ ৫০০০০ টাকা ছাড়
বাংলাদেশ উচ্চ সিসির সেগমেন্টের মোটরসাইকেলের পারমিশন দেয়ার পর থেকে সবার আগ্রহের কেন্দ্রে পরিনত হয়েছে কাওয়াসাকি। কারণ কাওয়াসাকির উচ্চ সিসির মোটরসাইকেল বাংলাদেশে আসবে কিনা তা নিয়েও বেশ গুঞ্জন শোনা যাচ্ছে। আবার কাওয়াসাকি বাংলাদেশ, বাংলাদেশের বিজয় মাস উপলক্ষ্যে ছাড় নিয়ে হাজির হয়েছে।
কাওয়াসাকি পৃথিবীর অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড। যাদের মোটরসাইকেল পুরো বিশ্ব জুড়ে সমাদৃত। এছাড়া উচ্চ সিসির মোটরসাইকেলের জন্যও কাওয়াসাকি অনেক জনপ্রিয়। তাদের অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল মডেল হচ্ছে Kawasaki Ninja H2R।
বাংলাদেশে কাওয়াসাকির অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে এশিয়ান মোটরবাইকস লিমিটেড। কাওয়াসাকি প্রেমীদের জন্য কাওয়াসাকি বাংলাদেশ হাজির হয়েছে বছরের শেষ ও সবচেয়ে বড় অফার নিয়ে। এই অফারে কাওয়াসাকি তাদের জনপ্রিয় নিনজা মডেলে দিচ্ছে ৫০,০০০/- টাকা পর্যন্ত ছাড়।
কাওয়াসাকি তাদের কাওয়াসাকি নিনজা ১২৫ মডেলটিতে দিচ্ছে ৫০,০০০ টাকার ডিস্কাউন্ট অফার। বর্তমানে এই বাইকটির দাম হচ্ছে ৪,৯৯,০০০/- টাকা এবং ডিস্কাউন্টের পর এই বাইকটির দাম হচ্ছে ৪,৪৯,০০০/- টাকা।
এই অফারটি পেতে এবং কাওয়াসাকির অন্যান্য মোটরসাইকেল সম্পর্কে জানতে কাওয়াসাকির অথোরাইজড ডিলার শপ বা শোরুমে যোগাযোগ করুন।
আমরা আশা করছি কাওয়াসাকি দ্রুত তাদের উচ্চ সিসির মোটরসাইকেল বাংলাদেশে লঞ্চ করবে। এতে করে আমরা কাওয়াসাকির উচ্চ সিসির মোটরসাইকেলে বাংলাদেশের রাস্তায় দেখতে পাব বলে আশা রাখছি। ধন্যবাদ।