ঈদের খুশি হবে দ্বিগুন, রিভো'র ঈদ উল আযহা ২০২৫ ডাবল ক্যাশব্যাক অফার

This page was last updated on 19-May-2025 01:54pm , By Raihan Opu Bangla

সারা বিশ্বে ইলেকট্রিক ভেহিকলের চাহিদা ও জনপ্রিয়তা বাড়ছে। বাংলাদেশে Revoo ব্র্যান্ডের ইলেকট্রনিক বাইকগুলো ইতিমধ্যেই সাশ্রয়ী ও পরিবেশবান্ধব হওয়ার কারনে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বাইকারদের মধ্যে ঈদের খুশি বাড়িয়ে তুলতে Revoo Bangladesh নিয়ে এসেছে ডাবল ক্যাশব্যাক অফার।

revoo-eid-al-adha-offer-2025

ঈদের খুশি হবে দ্বিগুন, রিভো'র ডাবল ক্যাশব্যাকে

এই ক্যাম্পেইনে Revoo ব্র্যান্ডের যে কোন মডেলের ইলেক্ট্রিক বাইক কিনলেই পাচ্ছেন নিশ্চিত ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক জিতে নেওয়ার সুযোগ। এর সাথে স্ক্র্যাচ কার্ড ঘষে আপনিও জিতে নিতে পারেন ৫০ হাজার টাকা পর্যন্ত বাড়তি ক্যাশব্যাক জিতে নেওয়ার সুযোগ!

Also Read: Electric Bike Price In Bangladesh

তবে শুধু বাইক ক্রেতাই নয়, বন্ধুকে Revoo বাইক কেনার জন্য রেফার করেও পেয়ে যাবেন স্ক্র্যাচ কার্ড এবং জিতে নিতে পারেন ৩০০০ টাকা পর্যন্ত স্বপ্ন গিফট ভাউচার!

Also Read: Revoo Bike Price In Bangladesh 

অফার এখনো শেষ হয়নি। শোরুম ভিজিটরদের জন্যেও কিন্তু গিফট থাকছে! যদি আপনি Revoo এর শোরুম ভিজিট করেন এবং Revoo Bangladesh এর ফেসবুক পেজ, ইউটিউব ও টিকটক ফলো করেন তাহলেও আপনার জন্য থাকছে আকর্ষণীয় সারপ্রাইজ গিফট!  

revoo-eid-al-adha-offer-2025-price-bikebd

অফারটি চলবে আগামী ১০ই জুন, ২০২৫ পর্যন্ত এবং Revoo এর সকল শোরুমে প্রযোজ্য। Revoo এর সাথে এবং জিতে নিন আকর্ষণীয় উপহারসমূহ! বিস্তারিত জানতে নিকটস্থ Revoo শোরুম এবং তাদের ওয়েবসাইট www.revoo.com.bd. ভিজিট করুন।