ইয়ামাহা মোটরসাইকেলের আনুষ্ঠানিক বিক্রয় কার্যক্রম শুরু

This page was last updated on 12-Jan-2025 08:30am , By Shuvo Bangla

বাংলাদেশে নতুন করে আবারো ইয়ামাহা মোটরসাইকেলের বিক্রয় কার্যক্রমের উদ্বোধন হয়েছে গত ১২ নভেম্বর। ঢাকার হোটেল লা মেরিডিয়ান-এ এই উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশে ইয়ামাহার একমাত্র পরিবেশক এসিআই মটরস।

এর আগে গত ২২ জুন এসিআই মটরস অফিসিয়ালি বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেল বাজারজাত করার ঘোষণা দেয়। এ সময় তারা অগ্রিম বুকিংও নিতে শুরু করে। এরপর সেপ্টেম্বরের শেষ নাগাদ এসিআই আগ্রহী ক্রেতাদের ইয়ামাহা মোটরসাইকেলে সরবরাহ করে।

Yamaha Saluto এর ভিডিও রিভিউ দেখতে এখানে ক্লিক করুন


বিক্রয় কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসিআই গ্রুপের চেয়ারম্যান জনাব এম আনিস উদ দৌলা, প্রধান অতিথি ছিলেন বিআরটিএ’র চেয়ারম্যান জনাব মো. নজরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন ইয়ামাহা মটর কো., জাপানের গ্রুপ লিডার জনাব দাইজি মাৎসুকো এবং ইন্ডিয়া ইয়ামাহা প্রাইভেট লিমিটেডের বৈদশিক বাণিজ্য বিভাগের প্রধান জনাব হিদেতো কাওয়ামুরা।

অনুষ্ঠানের শুরুতেই জনাব এম আনিস উদ দৌলা তার বক্তব্যে এসিআই মটরসকে বাংলাদেশের ১ নম্বর মোটরসাইকেল বিক্রেতা প্রতিষ্ঠানে পরিণত করার আশাবাদ ব্যক্ত করেন। বর্তমানে সারাবিশ্বের মোটরসাইকেল বাজারের ১০ শতাংশ ইয়ামাহার দখলে।

Also Read: পুলিশ কনস্টেবল পারভেজ মিয়াকে ইয়ামাহা স্যালুটো মোটরসাইকেল উপহার

অন্যদিকে ইয়ামাহা মটর কোম্পানির পক্ষ থেকে জনাব মাৎসুকো ও জনাব কাওয়ামুরা তাদের বক্তব্যে বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের সফলতার ব্যাপারে আশাবাদ জানান। বাংলাদেশে প্রতিবছর প্রায় ২ লক্ষ মোটরসাইকেল বিক্রি হচ্ছে এবং দিনকে দিন এই সংখ্যা বেড়েই চলেছে। সেদিকে খেয়াল রেখে ইয়ামাহা সর্বোচ্চ মানের পণ্য ও বিক্রয়োত্তর সেবা প্রদানের অঙ্গীকার করে।

এসিআই মটরসের তথ্যমতে তারা তাদরে ফেসবুক পেজে প্রতিদিন প্রায় হাজারখানেক প্রশ্ন পাচ্ছে তাদের বাইক ও সেবা নিয়ে। তাই এসিআই মটরস এ বছরের শেষ নাগাদ দেশব্যাপী ২৫টি ডিলার পয়েন্ট খুলবে, যেগুলোর সবই ৩এস (সেলস, সার্ভিসিং ও স্পেয়ার) মানের হবে।

Also Read: ইয়ামাহা আর১৫ ভি৩ বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চ হতে যাচ্ছে

উদ্বোধনী অনুষ্ঠানে বিআরটিএ’র চেয়ারম্যান বলেন, বাংলাদেশে ডিলারদের উচিৎ রেজিস্ট্রেশনসহ মোটরসাইকেল বিক্রি করা। অতিথিদের বক্তব্য শেষে কেবি রাইডারজ স্টেজে মোটরসাইকেলগুলো নিয়ে আসে এবং অতিথিরা এগুলোর বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন।

বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের দাম

ইয়ামাহা আর১৫ ভি২>> ৫০০,০০০ টাকা

ইয়ামাহা আর১৫এস  >> ৪৮০,০০০ টাকা

ইয়ামাহা ফেজার এফআই >> ২৯০,০০০ টাকা

ইয়ামাহা এফজিএস এফআই >> ২৭০,০০০  টাকা

ইয়ামাহা এসজেড-আরআর ভি২ >> ২০২,০০০ টাকা

ইয়ামাহ স্যালুটো (ড্রাম)>>  ১৬০,০০০ টাকা

ইয়ামাহা স্যালুটো (সিঙ্গেল ডিস্ক) >> ১৭০,০০০ টাকা

উদ্বোধনী অনুষ্ঠান শেষে রাতের খাবার ও সঙ্গীতায়োজনের ব্যবস্থাও করা হয়েছিলো। বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের আনুষ্ঠানিক বিক্রয় কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানটি সত্যিই চমৎকার ছিলো। এসিআই মটরসকে আন্তরিক ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানে বাইকবিডি’কে আমন্ত্রণ জানানোর জন্য। পাশাপাশি কামনা করি তারা সফলভাবে তাদের পথচলা অব্যাহত রাখুক।