ঢাকায় ইয়ামাহা এর নতুন শোরুম রুবেল এক্সপ্রেস

This page was last updated on 31-Jul-2024 05:33am , By Arif Raihan Opu

বাংলাদেশের মোটরসাইকেল প্রেমীদের কাছে ইয়ামাহা অনেক স্বপ্নের একটি ব্র্যান্ড। এছাড়া কাস্টোমার সার্ভিস ও প্রিমিয়াম ব্র্যান্ড হিসেবে বাংলাদেশের বাইকারদের কাছে জনপ্রিয়। বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেল এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে এসিআই মোটরস লিমিটেড। 

ইয়ামাহা এর নতুন শোরুম রুবেল এক্সপ্রেস

  ঢাকায় ইয়ামাহা এর নতুন শোরুম রুবেল এক্সপ্রেস

এসিআই মোটরস বাংলাদেশের কাস্টোমারদের জন্য সকল প্রকার ইয়ামাহা মোটরসাইকেল, স্পেয়ার পার্টস এবং আফটার সেলস সার্ভিস প্রদান করে যাচ্ছে। তারা দক্ষতার সাথেই এই কার্যক্রম পরিচালনা করে আসছে। 

২০১৬ সালে এসিআই মোটরস ও ইয়ামাহা একত্রে তাদের যাত্রা শুরু করেছে। এসিআই মোটরস বাংলাদেশে ইয়ামাহা এর একমাত্র পরিবেশক এবং টেকনিক্যাল কোলাবরেটেড পার্টনার। 

কাস্টোমারদের সার্ভিস প্রদান ও ইয়ামাহা কে সকলের দোরগোড়ায় পৌছাতে ইয়ামাহা সব সময় কাজ করে যাচ্ছে। সেই লক্ষ্যে ইয়ামাহা গত ৪ মে ২০২৪ তারিখে মাদানী এভিনিউ এর ১০০ফিট রোডে উদ্বোধন করেছে “রুবেল এক্সপ্রেস” ইয়ামাহা শোরুম। 

মোটরসাইকেল প্রেমীদের জন্য এই শোরুমে থাকছে অনেক সুযোগ সুবিধা। এছাড়া এখানের সার্ভিস পয়েন্টে এক সাথে ১২/১৪টি মোটরসাইকেল সার্ভিস করা সম্ভব। এর সাথে কাস্টোমারদের জন্য রয়েছে সুবিশাল ওয়েটিং জোন। বিলিয়ার্ড প্লে রুম, ক্যান্টিন সহ নানা ধরনের সুযোগ সুবিধা। 

“রুবেল এক্সপ্রেস” শোরুমের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই মোটরস এর নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস। এছাড়া আরও উপস্থিত ছিলেন ইয়ামাহা এর ব্র্যান্ড এম্বাসেডরও ক্রিকেটের বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান। 

ইয়ামাহা এর নতুন শোরুম রুবেল এক্সপ্রেস

এই নতুন শোরুমটির স্বত্তাধিকারী হচ্ছেন জাতীয় দলের সাবেক ফাস্ট বোলার রুবেল হোসেন, শোরুম উদ্বোধনে আরও উপস্থিত ছিলেন জাতীয় দলের অনেক খেলোয়াড় ও এসিআই মোটরস এর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। 

মোটরসাইকেল সম্পর্কিত সকল তথ্য, মোটরসাইকেলের ব্র্যান্ডসহ দাম, রাইডিং টিপসসহ বিস্তারিত জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।