হাই পারফরমেন্স ইঞ্জিনের জন্য ব্যবহার করুন Mobil 1 Racing 4T ইঞ্জিন অয়েল
This page was last updated on 17-Aug-2025 03:16pm , By Raihan Opu Bangla
বিশ্বখ্যাত লুব্রিকেশন ব্র্যান্ড Mobil নিয়ে নতুন করে বলার কিছু নেই। বাংলাদেশের মানুষ ইঞ্জিন অয়েলকে এখনো Mobil বলেই সম্বোধন করতে পছন্দ করেন। Mobil Bangladesh হাই পারফরমেন্স ইঞ্জিনের বেস্ট পারফরম্যান্স নিশ্চিত করার জন্য নিয়ে এসেছে Mobil 1 Racing 4T ইঞ্জিন অয়েল।
Mobil 1 Racing 4T ইঞ্জিন অয়েল

Mobil 1 Racing 4T একটি এডভান্সড মাল্টি গ্রেড ফুল সিন্থেটিক ইঞ্জিন অয়েল। এর বিশেষত্ব হচ্ছে এর অসামান্য ইঞ্জিন ক্লিনলাইনেস এবং হাই টেম্পারেচারে এক্সিলেন্ট ওয়্যার প্রটেকশন যা ইঞ্জিনের ক্ষয় কমাতে সহায়তা করে।
ইঞ্জিনিয়ারদের অনেক রিসার্চের দ্বারা বিশেষ ফরমুলেশনে তৈরী এই অয়েলটি সব ধরণের আবহাওয়া ও রোড কন্ডিশনে ইঞ্জিন থেকে বেস্ট পারফরম্যান্স আউটপুট দিতে সক্ষম। অফরোডিং থেকে রেস ট্র্যাক সব ক্ষেত্রেই এই ইঞ্জিন অয়েলটি খুব ভাল পারফর্ম করে।

Also Read: Engine Oil Price In Bangladesh
Mobil 1 Racing 4T ইঞ্জিন অয়েল ইঞ্জিনের ফ্রিকশন লস কমিয়ে কনসিস্টেন্ট পাওয়ার ডেলিভারি দিয়ে থাকে, ফলে পাওয়ার আউটপুটের সাথে ফুয়েল সেভিং ও করে। এর ফ্লুইড ফিল্ম প্রটেকশন ইঞ্জিনের ওভারহিট কমাতে সহায়তা করে।

বিশেষ করে পুরাতন মডেলের এয়ার কুলড ইঞ্জিনের বাইক গুলোতেও এটি বজায় থাকে। সাথে এটি জং এবং ক্ষয় প্রতিরোধী ও বটে। ঠান্ডা আবহাওয়ায় বাইক স্টার্ট হওয়া নিয়ে ঝামেলাও এই অয়েল ব্যবহারে অনেকটাই কমে আসে এবং এই অয়েলের ড্রেন পিরিয়ড ও অনেক হাই।
তাই আপনার 10w40 গ্রেডের ইঞ্জিনের বাইকগুলোর সর্বোচ্চ পারফরম্যান্স নিশ্চিতে Mobil 1 হতে পারে একটি সেরা চয়েস। Mobil 1 Racing 4T ইঞ্জিন অয়েলটির মূল্য এবং অন্যান্য বিস্তারিত জানতে এবং অর্ডার করতে ভিজিট করতে পারেন Mobil Bangladesh এর অফিশিয়াল ওয়েবসাইট mjlbl.com এ।
