পুরো দেশ জুড়ে আয়োজন করা হচ্ছে Yamaha FZ 25 টেস্ট রাইড ক্যাম্পেইন
This page was last updated on 21-Jul-2025 03:09pm , By Raihan Opu Bangla
সিসি লিমিটেশন বাড়িয়ে দেয়ার পর থেকেই সকল মোটরসাইকেল ব্র্যান্ড তাদের উচ্চ সিসির মোটরসাইকেল বাংলাদেশে লঞ্চ করেছে। তার ধারাবাহিকতায় ইয়ামাহাও তাদের উচ্চ সিসির Yamaha FZ 25 বাইকটি লঞ্চ করেছে। আর সম্প্রতি তারা এই বাইকটির জন্য আয়োজন করেছে Yamaha FZ 25 টেস্ট রাইড ক্যাম্পেইন।
Yamaha FZ 25 টেস্ট রাইড ক্যাম্পেইন

বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেল এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে এসিআই মোটরস লিমিটেড। পুরো দেশ জুড়ে ইয়ামাহা তাদের শোরুমে আয়োজন করতে যাচ্ছে টেস্ট রাইড ক্যাম্পেইন।
দেশজুড়ে বিভিন্ন ইয়ামাহা ডিলার পয়েন্টে Yamaha FZ 25 টেস্ট রাইড ক্যাম্পেইন আয়োজন করা হচ্ছে। এই ক্যাম্পেইনটিতে কাস্টমাররা নতুন এই বাইকটি সম্পূর্ন ফ্রীতে টেস্ট রাইড করতে পারবেন।

আপনার ফ্রি টেস্ট রাইড-টি উপভোগ করতে এখনই রেজিস্ট্রেশন করুন নিচের লিংকে অথবা ইয়ামাহা শোরুমে যোগাযোগ করে এখনই চলে আসুন উল্লেখিত কাছের যে কোন ডিলার পয়েন্টে।
টেস্ট রাইড রেজিস্ট্রেশন লিংকঃ https://forms.gle/9cMG3DvCgF6HVcRt8

এছাড়া আরও বিস্তারিত জানতে এবং সেই সাথে ইয়ামাহা মোটরসাইকেল ক্রয় করতে ইয়ামাহা অথোরাইজড শোরুমে যোগাযোগ করুন। ধন্যবাদ।
