বাংলাদেশে লঞ্চ হল আরটিআর সিরিজের এর নতুন মোটরসাইকেল TVS Apache RTR 160 Xonnect Edition

This page was last updated on 14-Aug-2025 04:07pm , By Raihan Opu Bangla

Also Read:  সম্প্রতি খুব স্বল্প পরিসরে টিভিএস অটো বাংলাদেশ তাদের নতুন একটি মোটরসাইকেল লঞ্চ করেছে। নতুন এই মোটরসাইকেলটি হচ্ছে টিভিএস এর জনপ্রিয় সিরিজ RTR সিরিজের মোটরসাইকেল। নতুন এই মডেলটি হচ্ছে TVS Apache RTR 160 Xonnect Edition।

TVS Apache RTR 160 Xonnect Edition

বাংলাদেশে লঞ্চ হল আরটিআর সিরিজের এর নতুন মোটরসাইকেল TVS Apache RTR 160 Xonnect Edition

Also Read: TVS Apache RTR সিরিজে চলছে ফ্রী রেজিস্ট্রেশন অফার!

TVS Apache RTR 160 Xonnect Edition-এ একটি ফোর স্ট্রোক, ১৫৯.৭ সিসি সিঙ্গেল-সিলিন্ডার, দুই-ভালভ SOHC এয়ার-কুলড ইঞ্জিন দেয়া হয়েছে। এই ইঞ্জিন থেকে ৮৫০০ rpm-এ সর্বাধিক ১১.১৯ kW শক্তি এবং ৬০০০ rpm-এ ১৩.০১ Nm টর্ক সরবরাহ করে থাকে। 

Also Read: TVS Apache RTR 160 4V ইউজার রিভিউ - রনি

নতুন এই এডিশনের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে Smart Xonnect। এই নতুন এডিশনে টিভিএস যুক্ত করেছে ব্লুটুথ কানেক্টিভিটি। এই স্মার্ট ফিচারটি রাইডারকে মূলত মোটরসাইকেলের সাথে বাইক রাইডারের স্মার্টফোনটিকে টিভিএস কানেক্ট অ্যাপের মাধ্যমে যুক্ত করবে যা অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য হবে। 

টিভিএস অটো বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক  জনাব জে একরাম হোসাইন বলেন, “আমরা TVS Apache RTR 160 Xonnect Edition লঞ্চ করার বিষয়ে অনেক বেশি আনন্দিত, এটি RTR সিরিজের নতুন স্টাইলসহ এর লাইন আপকে আরও শক্তিশালী করবে। টিভিএস অ্যাপাচি সিরিজ বাংলাদেশের একটি জনপ্রিয় ব্র্যান্ড যার ৪০ বছরের রেসিং ঐতিহ্য রয়েছে এবং এটি তরুণদের সাথে একটি শক্তিশালী কানেকশন তৈরি করেছে। আমি নিশ্চিত যে নতুন ফিচার্স যুক্ত মোটরসাইকেলটি তার নতুন স্টাইলিং, নতুন ফিচার্স, স্মুথ ইঞ্জিন এবং পারফরম্যান্সের জন্য বাইকরাদের মধ্যে খুব দ্রুত জনপ্রিয় হবে।”

Also Read: TVS Bike showroom in Narayangonj: Ratul Motors

TVS Apache RTR 160 Xonnect Edition তিনটি রঙে পাওয়া যাবে – ম্যাট ব্লু, রেসিং রেড এবং গ্লস ব্ল্যাক যার দাম ১৯৩,৯৫০ টাকা থেকে শুরু হচ্ছে।

বাইকটি সম্পর্কে বিস্তারিত জানতে ও ক্রয় করতে আপনার কাছাকাছি টিভিএস এর অথোরাইজড মোটরসাইকেল শোরুমে যোগাযোগ করুন। ধন্যবাদ।