Yamaha Ray ZR Street Rally 125 Fi কুইজ কনটেস্ট!
This page was last updated on 30-Jul-2024 02:11pm , By Raihan Opu Bangla
ইয়ামাহা বাংলাদেশ তাদের কাস্টোমারদের জন্য আয়োজন করেছে Yamaha Ray ZR Street Rally 125 Fi কুইজ কনটেস্ট। ইয়ামাহা তাদের প্রিমিয়াম স্কুটার ও মোটরসাইকেলের জন্য অনেক জনপ্রিয়। এসিআই মোটরস লিমিটেড বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেল এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। বাংলাদেশের অন্যতম প্রিমিয়াম মোটরসাইকেল ব্র্যান্ড হচ্ছে ইয়ামাহা। ইয়ামাহা এর বেশির ভাগ বাইক এবং স্কুটার প্রিমিয়াম সেগমেন্টের হয়ে থাকে। তাদের মধ্যে Yamaha Ray ZR Street Rally 125 Fi স্কুটার অন্যতম।
Yamaha Ray ZR Street Rally 125 Fi কুইজ কনটেস্ট!
২০১৮ সালের ইয়ামাহা বাংলাদেশে লঞ্চ করে Yamaha Ray ZR Street Rally। এই স্কুটারটির লুকস, বোল্ড ডিজাইন এর কারণে বাইকারসহ সবাইকে আকৃষ্ট করে ছিল। ফ্রন্ট থেকে টেইল পর্যন্ত এই সেগমেণ্টের অন্যান্য স্কুটারের চেয়ে এই স্কুটারটি বেশ মাসকুলার বলা যায়।
স্কুটারটি প্রথম দিকে যখন লঞ্চ করা হয় তখন এটি ছিল ১১০সিসি। তবে বর্তমানে এতে সিসি বাড়িয়ে ১২৫সিসি ইঞ্জিন যুক্ত করা হয়েছে। নতুন এই স্কুটারটিতে দেয়া হয়েছে ১২৫সিসি, এয়ার কুল্ড, ফোর স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার, ফুয়েল ইঞ্জেক্টেড ইঞ্জিন।
Also Read: আর্টসেল-"২০ বছর আর্টসেলিজম"।কুইজে অংশ নিয়ে জিতে নিন কনসার্টসের টিকেট
স্কুটারটির ইঞ্জিন থেকে সর্বোচ্চ 8.2PS @ 6500RPM, এবং 9.7Nm @ 5000RPM টর্ক উৎপন্ন করতে সক্ষম। আমরা ইয়ামাহা এর বেশির ভাগ মোটরসাইকেলই দেখেছি যে ফুয়েল ইঞ্জেক্ট সিস্টেম দেয়া হয়ে থাকে, এই স্কুটারটিতেও ফুয়েল ইঞ্জেক্ট সিস্টেম যুক্ত করা হয়েছে।
Yamaha Ray ZR Street Rally 125 FI এর সবচেয়ে আকর্ষণীয় ফিচার হচ্ছে এটি পুরোপুরি অটোমেটিক গিয়ার সমৃদ্ধ, তাই এটি কন্ট্রোল করাও কষ্ট। CVT ইঞ্জিনের কারণে স্কুটারটি ঘণ্টায় ১০০ কিলোমিটার গতি তুলতে সক্ষম।
Yamaha Ray ZR Street Rally 125 Fi First Impression Review
এখন ইয়ামাহা এর এই কুইজ কনটেস্ট এ চারটি কুইজ করা হবে। এই কুইজের বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় উপহার। লটারীর মাধ্যমে তিন জনকে বিজয়ী করা হবে। যিনি প্রথম হবেন তিনি পেয়ে যাবেন, Yamaha HPH 200 Headphone, যিনি দ্বিতীয় বিজয়ী হবেন, তিনি পাবেন স্মার্ট ওয়াচ, এবং তৃতীয় হবেন তিনি পাবেন ব্লু টুথ স্পিকার। কুইজে অংশ গ্রহনের জন্য ইয়ামাহা বাংলাদেশ এর অফিশিয়াল ফেসবুক পেজে চোখ রাখুন। ধন্যবাদ।