তেল ছাড়া চলার স্বাধীনতা Walton Takyon LEO স্কুটার রিভিউ - মাহিম
This page was last updated on 14-Oct-2025 04:22pm , By Md Kamruzzaman Shuvo
আমি মাহিম , বর্তমানে ব্যবহার করছি Walton Takyon LEO মডেলের একটি ইলেকট্রিক স্কুটার। মূলত তেল খরচ বাঁচানো এবং দৈনন্দিন অফিস - বাজারের কাজের জন্য একটা সাইলেন্ট ও আরামদায়ক বাইক খুঁজছিলাম। তাই EV স্কুটারটাই আমার কাছে সবচেয়ে যুক্তিসঙ্গত মনে হয়েছে।

আমি মাদারীপুর রাজৈর Walton Showroom থেকে বাইকটি কিনেছি। দাম পড়েছিল আনুমানিক ৭৮,০০০ টাকা। এখন পর্যন্ত প্রায় ৪০০ কিলোমিটার চালানো হয়েছে । একবার ফুল চার্জে আমি পাই ৬৫–৭০ কিলোমিটার রেঞ্জ , তবে এটা নির্ভর করে রাস্তায় ট্রাফিক ও চালানোর ধরণের উপর।
চার্জ দিতে সময় লাগে প্রায় ৪–৫ ঘণ্টা । প্রতি ফুল চার্জে খরচ পড়ে মাত্র ১৫ টাকা, বিদ্যুৎ বিল হিসাব ধরলে । এখন পর্যন্ত কোনো বড় সমস্যা হয়নি। ছোটখাটো সার্ভিস Walton Showroom এ করাই, তারা যথেষ্ট দ্রুত ও ভালো সার্ভিস দেয়।

ভালো দিকগুলো -
- সম্পূর্ণ শব্দহীন ও পরিবেশবান্ধব
- কম খরচে রাইডিং
- দেখতে আধুনিক ও স্টাইলিশ
- লাইট উজ্জ্বল এবং রাতের রাইডে বেশ কার্যকর
- শহরের জন্য পারফেক্ট পারফরম্যান্স
Also Read: EV Bike Price in Bangladesh

কিছু উন্নতির জায়গা -
রেঞ্জটা যদি আরও একটু বেশি হতো, তাহলে এক্সপেরিয়েন্স আরও ভালো লাগতো রাস্তার গর্তে সাসপেনশন একটু হার্ড লাগে, সফট হলে আরামদায়ক হতো ।
রাইডিং এক্সপেরিয়েন্স -
শহরের ভেতর রাইডিং অসাধারণ! স্মুথ, সাইলেন্ট, আরামদায়ক দৈনন্দিন চলাচলের জন্য একদম পারফেক্ট। তবে হাইওয়েতে বাইকটা একটু হালকা মনে হয়। যারা প্রতিদিন বাইক ব্যবহার করেন, তাদের জন্য EV স্কুটার একদম পারফেক্ট অপশন । কম খরচ, কম মেইনটেন্যান্স, আর পরিবেশবান্ধব রাইড। প্রথম দিন রাতে বন্ধুরা ঘুরতে গিয়েছিলাম সবাই অবাক হয়ে গিয়েছিল, বাইক চলছে কিন্তু কোনো শব্দই নেই! ধন্যবাদ ।
লিখেছেনঃ মাহিম
আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।
