টিভিএস বাংলাদেশ শীঘ্রই লঞ্চ করতে যাচ্ছে TVS NTorq 125!

This page was last updated on 28-Jul-2024 12:53pm , By Shuvo Bangla

টিভিএস মোটরসাইকেল বাংলাদেশ খুব শীঘ্রই বাংলাদেশে লঞ্চ করতে যাচ্ছে নতুন একটি স্কুটার TVS NTorq 125। ১২৫সিসি স্কুটার সেগমেন্টের অন্যতম স্টাইলিশ, স্পোর্টি ও মাসকুলার স্কুটার। আমি এই স্কুটারটি ২০১৯ সালে ভারতে অনুষ্ঠিত TVS Motosoul ইভেন্টে দেখেছিলাম। স্কুটারটি সত্যিকার অর্থেই দারূণ একটি স্কুটার রাইড করারজন্য।

টিভিএস বাংলাদেশ শীঘ্রই লঞ্চ করতে যাচ্ছে TVS NTorq 125


TVS NTorq 125

TVS NTorq 125

এই স্কুটারটি বাংলাদেশের স্কুটার সেগমেন্টের মধ্যে অন্যতম আধুনিক এবং সবচেয়ে বেশি ফিচার্স সমৃদ্ধ। স্কুটারটি হচ্ছে এয়াক্রাফট স্টেলেথ ইন্সপায়ার্ড ডিজাইন, LED হেডলাইট, সিগনেচার T LED টেইল লাইট, স্পোর্টি মাফলার, ১২ ইঞ্চি ডায়মন্ড কাট এলয় হুইলস, বড়সড় টায়ার, সামনের দিকে ২২০মিমি রোটার প্যাটেল ডিস্ক ব্রেক, স্পোর্টি গ্রেইব রেইল, রেয়ার বার্ণ্নার স্টাইল ভেন্ট, স্প্লিট টায়ার রেয়ার ফেন্ডার, গেমিং কনসোল ইন্সপায়ার্ড স্পিডোমিটার। এছাড়া এই স্কুটারটির স্পিডোমিটারটি Apache RTR160 4V Smart XConnect থেকে ইন্সপায়ার্ড হয়ে তৈরি করা হয়েছে। এই স্পিডোমিটারটিতে দেয়া হয়েছে ল্যাপ টাইমার, নেভিগেশন এসিস্ট, কলার আইডি, হাই স্পিড এলার্ট, ইঞ্জিন টেম্পারেচার এলার্ট, ফোন ব্যাটারি এবং অটোমেটিকলি ফোনের সাথে কানেক্ট হয়ে যাবে।

TVS NTorq 125

বার আসি এই স্কুটারের ইঞ্জিনে কি দেয়া হয়েছে। এতে ব্যবহার করা হয়েছে ১২৫সিসি এয়ার কুল্ড ৩টি ভাল্ব যুক্ত ইঞ্জিন। ইঞ্জিন থেকে সর্বোচ্চ 9.25 BHP @ 7000 RPM & 10.5 NM @ 5500 RPM টর্ক উৎপন্ন করতে পারবে। এর সাথে যুক্ত করা হয়েছে অটোমেটিক সেন্ট্রিফিউগ্যাল ক্লাচ। স্কুটারটিতে আরও দেয়া হয়েছে ১২ ভোল্ট ৪ এম্পিয়ারের ব্যাটারি। এই স্কুটারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে ১৫৫মিমি এবং এটি ওজনে ১১৮ কেজি। স্কুটারের ফ্রেম হচ্ছে আন্ডার বোন টিউবলার টাইপ।

TVS Apache RTR 160 4v Smart XConnect With ABS First Impression Review


TVS NTorq 125 এর সামনের দিকে দেয়া হয়েছে হাইড্রোলিক সাসপেনশন ড্রাম্পার এর সাথে ১০০ সেকশন টায়ার এবং এর সাথে যুক্ত করা হয়েছে ডিস্ক ব্রেক। অপর দিকে রেয়ারে দেয়া হয়েছে ১১০ সেকশন টায়ার এবং ড্রাম ব্রেক। রেয়ার সাসপেনশন হিসেবে যুক্ত করা হয়েছে কয়েক স্প্রিং ও সাথে হাইড্রোলিক ডাম্পার। স্কুটারটির ফুয়েল ট্যাঙ্কে ৬ লিটার ফুয়েল নেয়া যায় এবং এর আন্ডার স্টোরেজ হচ্ছে ২০ লিটার। তাই আপনি অফিসে যান অথবা অন্য কোথাও আপনাকে জিনিসপত্র রাখা নিয়ে সেভাবে চিন্তা করতে হবে না। 

TVS NTorq 125

এছাড়া মোবাইল চার্জ দেয়া জন্য একটি ইউএসবি দেয়া হয়েছে সিটের নিচে। আরও রয়েছে পার্কিং ব্রেক যাতে করে কোন অসমত জায়গাতে বাইকটি পার্ক করার সময় রোল না করে। টিভিএস বাংলাদেশ লিমিটেড খুব শীঘ্রই বাংলাদেশে এই স্কুটারটি লঞ্চ করবে বলে আশা করা যাচ্ছে। আমি আশা করছি এই সেগমেন্টে যারা স্পোর্টি স্কুটার ক্রয় করতে চান তাদের জন্য এই স্কুটারটি খুব ভাল একটি অপশন হতে পারবে। ধন্যবাদ।

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Upcoming Bikes

Zontes 703 RR

Zontes 703 RR

Price: 0.00

I-am RAPID

I-am RAPID

Price: 0.00

Salida ZL 9

Salida ZL 9

Price: 0.00

View all Upcoming Bikes