TVS Apache RTR 160 ৬০,০০০ কিলোমিটার মালিকানা রিভিউ -রাজ
This page was last updated on 15-Jan-2025 07:58pm , By Shuvo Bangla
আমি জাহিদ হাসান রাজ । আমি একটি TVS Apache RTR 160 বাইক ব্যবহার করি । আজ আমি আমার এই প্রিয় বাইকটি নিয়ে কিছু কথা শেয়ার করবো ।
TVS Apache RTR 160 ৬০,০০০ কিলোমিটার মালিকানা রিভিউ -রাজ
আমার বাসা যশোর আর এন রোড । আমি TVS Apache RTR 160 বাইকটা ২ বছরে ৬১ হাজার কিলোমিটার ব্যাবহার করেছি । বাংলাদেশ এর অনেক অনেক জায়গা আমি এই বাইক নিয়ে ঘুরেছি। বাইকটির সাথে রয়েছে আমার অনেক অভিজ্ঞতা ।
এই বাইক এর স্পিড , রেডি পিকাপ , লুকস , সিটিং পজিশন অনেক ভালো লেগেছে । খারাপ দিক এর কথা বলতে গেলে এই বাইকের রেয়ার ব্রেকিং সিস্টেম আমার কাছে ভালো লাগেনি। এটার সমাধান হিসাবে আমি এম আর এফ এর টায়ার ব্যাবহার করছি ।
Also Read: Tvs bike showroom in Ranisankail: Kazi Motors
এই ৬১ হাজার কিলোমিটার রাইডিং এ আমি ৪ টা চেইন সেট ৩ টা বল রেসার ৩ টা রেয়ার টায়ার ২ টা ফ্রন্ট টায়ার ও ১ টা স্পিডো মিটার পরিবর্তন করেছি । তাছাড়া তেমন কিছু কাজ করাই নাই বেশ ভালো সার্ভিস দিচ্ছে ।
যারা লং টাইম ইঞ্জিন পারফর্মেন্স চান রেডি পিকাপ চান তারা TVS এর এই বাইকটি নিতে পারেন লম্বা মানুষ বা খাটো সবাই চালাইতে পারবেন। আমি আমার লাইফ এর ফার্স্ট বাইক বাজাজ পালসার ব্যাবহার করসি এর পর আমি এই বাইকটা ক্রয় করি । বাইক আমি অনেক ভালোবাসি এই ভালোবাসা থেকেই বাইকিং এর সাথে যুক্ত হওয়া ।
বাইক ক্রয় করার মুহুর্ত TVS Showroom এ যাওয়ার কথা কি আর বলবো বাইকার এর জন্য এই আনন্দ ঈদ এর আনন্দের মতোই একটা দিন ছিলো । আমি বাইক নিয়ে স্বাধীনভাবে ঘুরতে পারি এ কারনেই আমি বাইক ভালোবাসি । আমি আরটিআর কেনার পর থেকে সিটি তে মাইলেজ ৪২ পেয়েছি এখনো পাচ্ছি আর হাইওয়েতে ৫০ পর্যন্ত মাইলেজ পেয়েছি ।
বাইকটি আমি ১ লক্ষ ৭৭ হাজার টাকা দিয়ে যশোর টিভিএস ট্রেডিং থেকে ক্রয় করেসি। বাইক ক্রয় করার কোনো প্লান ছিলোনা বাইক দেখতে গিয়েই কিনে নিয়ে বাসায় চলে আসি । বাইকটিতে আমি মটুল 7100 10w30 গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যাবহার করি । ইঞ্জিন অয়েল এর দাম ১১৫০ টাকা।
বাইক চালানোর প্রথম অনুভূতি অনেক ভালোছিলো। পছন্দের বাইকটি নিজের করে পেলাম আর কি চাই । বাইক এর তেমন কাজ করানোর প্রয়োজন পরেনি ১৫০০ কিলোমিটার পর পর ইঞ্জিন অয়েল পরিবর্তন করি এয়ার ফিল্টার ক্লিন করি ইঞ্জিন অয়েল ফিল্টার পরিবর্তন করি ।
Also Read: TVS Bike showroom in Tangail: TVS Planet
বাইকটিতে আমি টপ স্পিড পেয়েছি ১৩২ । টপ স্পিড খুব দ্রুত উঠে তবে কিছুটা ভাইব্রেশন আছে , পাশাপাশি টপ স্পিডে ব্রেকিং টা আরো ভালো হওয়া উচিৎ ছিল ।
TVS Apache RTR 160 বাইকের কিছু ভালো দিক -
- রেডি পিকাপ
- লুকস
- সিটিং পজিশন
- টপ স্পিড
- স্পিডোমিটার এর ফিচার
TVS Apache RTR 160 বাইকের কিছু খারাপ দিক -
- ভাইব্রেশন
- রেয়ার ব্রেক
- টায়ার
- হাইস্পিড কন্ট্রোল
Also Read: Tvs bike showroom in Dhunat Road: Sherpur Auto Corner
বাইকটি নিয়ে আমি ১৫৪৪ কিলোমিটার এর লং ট্যুর দিয়েছি । লং ট্যুরে বাইকটি নিয়ে কোনো রকম সমস্যা পাইনি । বাইকটি নিয়ে আমার একটাই মত যে কিনতে চান সে নিশ্চিন্তে বাইকটি কিনে নিন । ধন্যবাদ ।